অস্ট্রেলিয়ায় আনুষ্ঠানিক আশ্রয়ের অনুমতি পেল শ্রীলঙ্কার এক তামিল পরিবার


প্রকাশিত:
১০ আগস্ট ২০২২ ০৩:১৯

আপডেট:
১০ আগস্ট ২০২২ ০৩:২২

 

অস্ট্রেলিয়ায় চার বছর কার্যত বন্দিদশায় থেকে অবশেষে আনুষ্ঠানিক আশ্রয়ের অনুমতি পেল শ্রীলঙ্কার এক তামিল পরিবার। এ চার বছর লড়াইয়ে তারা স্থানীয় জনমানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল।

অস্ট্রেলিয়ার আশ্রয়প্রার্থীদের জন্য নীতি কঠিন হয়ে পড়ায় তাদের এত কাঠখড় পোড়াতে হয়েছে। প্রায় এক দশক আগে প্রিয়া নাদারাজা ও তাঁর স্বামী নাদেসালেঙ্গাম আলাদাভাবে নৌকায় করে অস্ট্রেলিয়ায় পৌঁছে সেখানে আশ্রয় চান।

আবেদনে প্রিয়া ও নাদেস জানিয়েছিলেন, সংখ্যালঘু তামিল জনগোষ্ঠীর সদস্য হওয়ায় তাঁরা শ্রীলঙ্কায় নিপীড়নের আশঙ্কায় ছিলেন। তাঁরা ২০১৮ সালে অস্ট্রেলিয়া সরকারের কাছে আশ্রয় চান। কিন্তু সে আশ্রয়ের প্রস্তাব নাকচ হয়ে যায়। তাঁদের ওই সময় থেকে আটক রাখা হয়। তাঁদের এমন পরিণতি বিলোয়েলা শহরের মানুষকে প্রতিবাদে সোচ্চার করে তোলে। আটককেন্দ্র থেকে বিলোয়েলায় তাঁদের ফেরত পাঠাতে জাতীয় পর্যায়ে আন্দোলনও শুরু হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top