সর্বকালের সেরা অফ স্পিনার হিসেবে নিজেকে দাবি করলেন ক্রিস গেইল


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২২ ২১:৫৯

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০১:৫৪

 

বিশ্ব ক্রিকেটে "ইউনিভার্স বস" নামে পরিচিত ক্রিস গেইল। মারকুটে ব্যাটিংয়ে বেশ সুখ্যাতি রয়েছে। টি টুয়েন্টি ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করা এই ব্যাটার এবার নিজেকে দাবি করলেন সর্বকালের সেরা অফ স্পিনার হিসেবে। সেখানে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনও তার সমকক্ষের নয় বলে মনে করেন তিনি । ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলে এমন মন্তব্য করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই ব্যাটার ।

তিনি বলেন, আপনি জানেন? আমার বোলিং একেবারেই সহজাত। আমিই সর্বকালের সেরা স্পিনার। মুরালিধরনও আমার সঙ্গে লড়াইয়ে নেই। আমার ইকোনমিই সেরা । এমনকি সুনীল নারাইনও আমার ধারের কাছে নেই ।

৪২ বছর বয়সী এই কিংবদন্তি ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মোট উইকেট নিয়েছেন ২৬০ টি এবং ফ্রাঞ্চাইজি টি টুয়েন্টিতে নিয়েছেন ৮৩ টি উইকেট।
দীর্ঘ দিন মাঠের বাহিরে থাকা এই ক্রিকেটার ক্রিকেটের নতুন সংস্করণ "সিক্সটি" দিয়ে আবারো মাঠে ফিরছেন ।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট শুরু আগামী বুধবার থেকে। ৬০ বলের এই টুর্নামেন্টে প্রতি দলে থকবেন ৬ জন পুরুষ ও ৩ জন নারী ক্রিকেটার ।গেইল বলেন , অনেক দিন পরে মাঠে ফিরতে পেরে আমি বেশ রোমাঞ্চিত । অভিষিক্ত হওয়ার জন্য মুখিয়ে আছি । আমি খেলাটাকে মিস করেছি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top