৪ ওভারেই ২ উইকেট হারালো বাংলাদেশ


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২২ ০০:৫৮

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০২:১১

 

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ইনিংসের সূচনা করেন এনামুল হক বিজয় ও নাইম শেখ। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় ৭ রানের মাথায় নাইমের উইকেট হারায় বাংলাদেশ।

দ্বিতীয় ওভারের শেষ বলে আফগান স্পিনার মুজিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নাইম শেখ। আউট হওয়ার আগে ৮ বলে ৬ রান করেন তিনি। আর দলীয় ১৩ রানের মাথায় আরেক ওপেনার এনামুল হক বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৫ রান করে আউট হন তিনি। মুজিবের দ্বিতীয় শিকার তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ২২ রান।

এর আগে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ আগস্ট) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাইম শেখ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তানের একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিদ জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top