টস হেরে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা
প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২২ ০২:১১
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০৫:১৪

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্ব পেরিয়ে আসা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে দক্ষিণ আফ্রিকা।
সোমবার (২৪ অক্টোবর) হোভার্টের বেলিভেরি ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস।
জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেজিস চাকাভা (উইকেট রক্ষক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক ( উইকেট রক্ষক), রিলে রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিসটান স্টুবস, ওয়ায়েন পার্নেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে, লুঙ্গি এঙ্গিডি।
বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: