সেনেগালকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২২ ০১:০৪
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০৯:০৯

‘অঘটনের’ কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। ফেবারিট দলগুলোই দাপট দেখিয়ে যাচ্ছে। এবার সেনেগালকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করে ফেলল হ্যারি কেনের ইংল্যান্ড। দলকে শেষ আটে তোলার পথে ইংলিশ অধিনায়ক নিজেও গোল করেছেন।
আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই উভয় দলই মুহুর্মুহু আক্রমণ করতে থাকে। ম্যাচের ৩৮ মিনিটে দারুণ এক গোলে ইংল্যান্ডকে এগিয়ে দেন জর্ডান হ্যান্ডারসন। মধ্যমাঠ থেকে বল পেয়ে বলিংহ্যাম এক টাচে ভেতরে ঢুকে যান। ডি বক্সের ভেতরে গিয়ে ক্রস করেন হ্যান্ডারসনের উদ্দেশ্যে। সেখানে বাঁ পা পায়ের আলতো টোকায় অতি সহজেই গোল পেয়ে যান হ্যান্ডারসন। প্রথমার্ধের শেষদিকে একটি সহজ সুযোগ মিস করেন হ্যারি কেন।
তবে ইংলিশ অধিনায়ককে সেই আফসোস বেশিক্ষণ করতে হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে চলতি বিশ্বকাপে নিজের প্রথম গোলটি পেয়ে যান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে আরেকটু এগিয়ে ফিল ফোডেন পাস দেন হ্যরি কেনকে। বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে জোরাল শটে এদুয়া মঁদিকে পরাস্ত করেন ইংল্যান্ড অধিনায়ক।
বিরতির পর ব্যবধান আরও বাড়িয়ে দেন বুকায়ো সাকা। ৫৭ মিনিটে বাম প্রান্ত থেকে ফোডেনের ক্রস থেকে তিনি ইংল্যান্ডের পক্ষে তৃতীয় গোলটি করেন। গোলরক্ষককে ফাঁকি দল বল হালকা উড়িয়ে দিয়েছিলেন। তাতেই সফল হন সাকা। এতে সেনেগালের মনোবল যেন আরও ভেঙে পড়ে। এলোমেলো ফুটবল খেলতে থাকে আফ্রিকান দেশটি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই শেষ আট নিশ্চিত করে ফেলে ইংল্যান্ড।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: