আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আজহার আলীর


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২২ ০৪:২৮

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০৯:০৯

 

আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে নামবে পাকিস্তান। এর আগেই টেস্ট ম্যাচ থেকে অবসরের ঘোষণা দিলেন অন্যতম সেরা ব্যাটসম্যান আজহার আলী। খবর ক্রিকেট পাকিস্তানের।

টেস্ট ম্যাচে এ পর্যন্ত ৯৬টি ম্যাচে ৭ হাজার ৯৭ রান করেছেন আজহার আলী। তিনি পাকিস্তানের পঞ্চম সর্বোচ্চ রান স্কোরার। তার চেয়ে বেশি রান করেছেন ইউনিস খান, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক ও মোহাম্মদ ইউসুফ।

টেস্টে ১৯টি সেঞ্চুরি এবং ৩৪টি হাফ-সেঞ্চুরিরও রেকর্ড আছে এই ক্রিকেটারের।

২০১০ সালে ২৫ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল আজহার আলির। প্রায় এক যুগ খেলে তিনি অবসরের সিদ্ধান্ত নিলেন। এই সময়ে যারা তাকে সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

টেস্টে ট্রিপল-সেঞ্চুরি করারও রেকর্ড আছে আজহার আলীর। পাকিস্তানের অন্য কোন খেলোয়াড় যা করতে পারেননি। ২০১৬ সালে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে দুবাইয়ে সর্বোচ্চ ৩০২ রান করেন দুর্দান্ত এই ক্রিকেটার।

১২ বছরের ক্যারিয়ারে দুইবার ডাবল সেঞ্চুরি করেছেন আজহার আলী। প্রথমবার ২০১৫ সালে বাংলাদেশ দলের বিপক্ষে ঢাকায় এবং দ্বিতীয়বার ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top