আবহাওয়া জনিত কারণে পাকিস্তান-নিউজিল্যান্ড টেস্ট ও ওয়ানডে সিরিজের সূচিতে পরিবর্তন
প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২২ ১৮:৩৭
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০৮:১৭

আবহাওয়া জনিত কারণে পাকিস্তান-নিউজিল্যান্ড টেস্ট ও ওয়ানডে সিরিজের সূচিতে পরিবর্তন হয়েছে।
আগামী ৩ জানুয়ারি মুলতানে শুরুর কথা ছিলো সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পরিবর্তিত সূচি অনুযায়ী টেস্টটি করাচি শুরু হবে ২ জানুয়ারি।
জানুয়ারির শুরুর দিকে মুলতানে প্রচুর কুয়াশা ও বাতাসে প্রচুর ধুলি থাকায় সমস্যা ঘটে। এমনকি বাজে আবহাওয়ার কারনে মুলতানে ফ্লাইট অপারেশন্সেও সমস্যা হবে। আবহাওয়া এতটাই খারাপ হয়ে পড়ে যে, ম্যাচ আয়োজনও অসম্ভব হয়ে উঠে।
এসব কথা চিন্তা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) সাথে আলোচনার পর সূচিতে পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি জানিয়েছে, আবহাওয়ার কারনে দ্বিতীয় টেস্টের ভেন্যু মূলতানের পরিবর্তে করাচিতে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২ জানুয়ারি মাঠে গড়াবে ম্যাচটি। ওয়ানডে সিরিজের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
পুর্ব নির্ধারিত ১০, ১২ ও ১৪ জানুয়ারির পরিবর্তে ওয়ানডেগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৯, ১১ ও ১৩ জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে করাচিকে । অর্থাৎ এবারের সফরে সবগুলো ম্যাচই করাচির ন্যাশনাল স্টেডিয়ামে খেলবে নিউজিল্যান্ড।
আজ থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টেস্ট ও ওয়ানডে সিরিজ চ্যাম্পিয়নশিপ ও সুপার লিগের অংশ।
পাকিস্তান-নিউজিল্যান্ডের নতুন সূচি :
২৬-৩০ ডিসেম্বর : প্রথম টেস্ট, করাচি
২-৬ জানুয়ারি : দ্বিতীয় টেস্ট, করাচি
৯ জানুয়ারি : প্রথম ওয়ানডে, করাচি
১১ জানুয়ারি : দ্বিতীয় ওয়ানডে, করাচি
১৩ জানুয়ারি : তৃতীয় ওয়ানডে, করাচি
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: