টেস্ট র্যাংকিংয়ে নতুন ইতিহাস লিটনের
প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৩ ০৪:৩৯
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০৮:৩১

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সেরা র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন ডান-হাতি ব্যাটার লিটন দাস, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক আজ প্রকাশিত সর্বশেষ ব্যাটিং র্যাংকিং তালিকার তার স্থান হয়েছে ১১ নম্বরে, দশম স্থানে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের থেকে ১৪ রেটিং পয়েন্ট কম লিটনের (৭০২)।
গত সপ্তাহে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের পর উসমান খাজা, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারের মতো তারকাদের পিছনে ফেলে লিটন ১২তম স্থানে উঠে এসেছিলেন
সেটা ছিল বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সেরা র্যাংকিং, এর আগেও চলতি বছরের জুনে তিনি ১২তম স্থানে জায়গা করে নিয়েছিলেন, রেটিং পয়েন্টের দিক থেকে নিজের আগের রেকর্ড ভাঙতে পারেননি লিটন, তবে র্যাংকিং তালিকায় এগিয়ে শীর্ষ দশের কাছাকাছি চলে এসেছেন
চলতি বছরের জুনে লিটনের রেটিং ছিল ৭২৪, এটি ছিল এ পর্যন্ত যেকোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ রেটিং, এদিকে আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় দুই ধাপ পিছিয়ে গেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান, মুশফিক ২২তম এবং সাকিব ৪২তম স্থানে আছেন
উল্লেখ্য, ৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের ব্যাটিং তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন, দ্বিতীয়স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, তিনে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম,
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: