স্বল্প আলোয় খেলার মতো ক্রিকেট বল তৈরি করতে চায় অস্ট্রেলিয়া


প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৩ ০১:৩৫

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০৮:২৩

 

 

চলছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্ট। তবে সিডনি টেস্টে আলোর স্বল্পতার কারণে খেলা অনেক সময় নষ্ট হয়ে যায়। তারপরই এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ)। তারা এমন বল তৈরি করতে চাচ্ছে যা আলোর স্বল্পতার মধ্যেও খেলা যাবে।

সিডনি টেস্টে আলোর স্বল্পতা ও বৃষ্টির কারণে প্রথম দুই দিনে ৪৯ ওভারের খেলা হয়নি। তৃতীয় দিনে তো বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। চতুর্থ দিনের প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। পরে অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ৪৭৫ রানে। যেখানে উসমান খাজা অপরাজিত ছিলেন ১৯৫ রানে।

বৃষ্টিকে থামানোর কোন উপায় নেই। তবে আলোর স্বল্পতার কারণে যে খেলোয়াড়দের সমস্যা হয় এবং খেলার সময়ও নষ্ট হয়, তারই বিকল্প চিন্তা করছে এসিএ। যার জন্য বর্তমান প্রযুক্তি ব্যবহার হয়ে নতুন বল নির্মাণ করতে চায় তারা, যা স্বল্প আলোতেও খেলা যাবে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ জানিয়েছে, খেলোয়াড়দের পক্ষ থেকে এমন বল তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। টেস্ট ম্যাচে আলোর স্বল্পতার মধ্যে লাল বল দেখতে সমস্যা হয় ব্যাটসম্যান এবং ফিল্ডারদের। বেশি সমস্যা হয় ব্যাটসম্যানদের।

তাই আলো কম থাকলেও যেন টেস্টে দিনের খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়, এমন একটা ক্রিকেট বল তৈরির চেষ্টা করার কথা বলেছেন গ্রিনবার্গ। যদি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের সাহায্য না করে, তবে নিজেদের উদ্যোগে প্রকল্পটি হাতে নিতে চান গ্রিনবার্গ।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজকে গ্রিনবার্গ বলেছেন, ‘আমি তাদের (সিএ) সঙ্গে কথা বলতে চাই। কী করা যায়, তা ভাবতে হবে। কাদের সঙ্গে এ নিয়ে কাজ করব, কীভাবে কাজ করব এসব নিয়ে কথা বলতে হবে। কারণ, আইসিসি এসব নিয়ে কিছু করছে না। ক্রিকেটে এসব নিয়ে কেউ কাজ করছে না, তাই জায়গাটায় শূন্যতা বিরাজ করছে। কাউকে না কাউকে তো এটা করতে হবে। তাই আমরা এটা করতে চাই।’

এদিকে আলোর স্বল্পতার কারণে দ্বিতীয় দিনের শেষ সময় যখন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সমস্যায় পড়ছিলেন, তখন আম্পায়ার দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে প্রশ্ন করেন তিনি দ্রুতগতির বোলারকে এখন আক্রমণে আনবেন কি না। ডিন এলগার হ্যা বললেন তখনই দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা। কারণ আলোর স্বল্পতার কারণে ব্যাটসম্যানদের ব্যাট করতে সমস্যা হচ্ছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top