বিরাট কোহলির বিধ্বংসী সেঞ্চুরি


প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৩ ০২:২৯

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০৮:২৮

 

খারাপ সময় কাটিয়ে ফর্মের তুঙ্গে আছেন বিরাট কোহলি। ৫০ ওভারের ফরম্যাটে আবারও তার ব্যাটে দেখা গেল সেঞ্চুরি। গত মাসেই বাংলাদেশের মাটিতে সেঞ্চুরি করে গেছেন। এবার ৭৩ নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নিলেন গুয়াহাটিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। তার বিধ্বংসী ইনিংসে ভর করে ভারতের স্কোর দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩৭৩ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৩ রানের ওপেনিং জুটি গড়েন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিল। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন রোহিত। তার ৬৭ বলে ৮৩ রানের ইনিংস থামে মাদুশাঙ্কার বলে বোল্ড হয়ে। অপর ওপেনার শুভমান গিলও করেন ৬০ বলে ৭০ রান। তিনে নেমে বিরাট কোহলি ৪৭ বলে ফিফটি পূরণ করেন। পরের ফিফটি করেন ৩৩ বলে। এটা তার ক্যারিয়ারের ৭৩ নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরি। ওয়ানডেতে তার সেঞ্চুরির সংখ্যা হলো ৪৫টি।

আর চারটি সেঞ্চুরি করলেই তিনি শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন। কোহলি আজ আউট হয়েছেন ৪৯তম ওভারে। কাসুন রাজিথার শিকার হওয়ার আগে খেলেন ৮৭ বলে ১২ চার ১ ছক্কায় ১১৩ রানের ইনিংস। এরপর লোকেশ রাহুল ২৯ বলে ৩৯, শ্রেয়স আইয়ার ২৪ বলে ২৮ রান করে ছোট ছোট অবদান রাখেন। কাসুন রাজিথা ৮৮ রানে নেন ৩ উইকেট।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top