আবারও সাগরে ভাসবে ভারতীয় রণতরী বিক্রমাদিত্য


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৩ ০৩:০২

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ১২:৩৮

 

ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যের সংস্কার ও আধুনিকীকরণের কাজ প্রায় শেষ হয়েছে। চলতি মাসের ৩০ জানুয়ারি রণতরীটি সমুদ্রে ভাসানোর কথা ভাবছে সংশ্লিষ্টরা। 

এর আগে ২০২২ সালের জুলাই ও ২০১৯ সালের জানুয়ারিতে দুইবার অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল রণতরীটি। এরপর কর্নাটকের কারওয়ার বন্দরে রণতরীটির সংস্কার ও আধুনিকীকরণ কাজ করা হয়। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমানবাহী আরেকটি রণতরী আইএনএস বিক্রান্তের চূড়ান্ত ‘সি ট্রায়াল’ চলছে। এই দুটি যুদ্ধজাহাজের উপস্থিতি ভারত-প্রশান্ত মহাসাগরীয় বলয়ে কৌশলগতভাবে চীনের মোকাবিলায় নয়াদিল্লির অবস্থানকে মজবুত করবে। বর্তমানে বিক্রমাদিত্যে রুশ যুদ্ধবিমান মিগ-২৯কে ব্যবহার করা হয়। বিমানবাহী রণতরীটির জন্য এরই মধ্যে আরো আধুনিক নৌ-যুদ্ধবিমান কেনার কথা ভাবছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

২০১৪ সালে রাশিয়ার কাছ থেকে ২৩০ কোটি ডলারে রণতরীটি কেনে ভারত। ২০১৮ সালে এতে বসানো হয় ‘মেরিন হাইড্রলিক সিস্টেম’। ২৮৪ মিটার লম্বা ও ৬০ মিটার চওড়া এই যুদ্ধজাহাজ ২০ তলা বাড়ির সমান উঁচু। এর ডেকে ৩০ টি যুদ্ধবিমান ও ৬টি হেলিকপ্টার রাখার ব্যবস্থা আছে। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top