অস্ট্রেলিয়ান ওপেন থেকে মেদভেদেভের বিদায়
প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৩ ২২:০৯
আপডেট:
২২ জানুয়ারী ২০২৩ ০১:১৮

অস্ট্রেলিয়ান ওপেনের দুঃখ এবারও ঘুচল না দানিল মেদভেদেভের। আগের দুইবার ফাইনালে উঠেও শিরোপায় চুমু আঁকতে পারেননি এই রাশান। প্রথমবার নোভাক জোকোভিচ এবং ২০২২ সালে তাঁকে হতাশায় ডোবান রাফায়েল নাদাল। গতবারের দুই ফাইনালিস্টের এবার বিদায়ঘণ্টা বাজল শেষ ষোলোর আগেই। দ্বিতীয় রাউন্ডে শেষ চ্যাম্পিয়ন নাদালের আর মেদভেদেভ থামলেন তৃতীয় রাউন্ডে।
মেদভেদেভের বিদায়ঘণ্টা বাজিয়েছেন আমেরিকান সেবাস্টিয়ান কোর্দা। ১৯৯৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন পিওতর কোর্দার ছেলে সেবাস্টিয়ান ৭-৬, ৬-৩, ৭-৬ গেমে হারিয়েছেন রুশ প্রতিদ্বন্দ্বীকে। র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা প্রতিযোগীকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়ে স্বভাবত উচ্ছ্বসিত ২২ বছর বয়সী এই আমেরিকান, ‘অবিশ্বাস্য এক ম্যাচ। আমি রোমাঞ্চিত। দারুণ খেলেছি।’
মেয়েদের এককে জয়রথ ছুটছে শীর্ষ বাছাই ইগা শিয়াতেকের। তাঁর সামনে একেবারে খড়কুটোর মতো উড়ে গেছেন ক্রিশ্চিনা বুস্কা। মাত্র ৫৫ মিনিটে ৬-০, ৬-১ গেমে জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন শিয়াতেক। এই পোলিশ তারকা শেষ ষোলোয় লড়বেন উইম্বলডন জয়ী এলিনা রাইবাকিনার বিপক্ষে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: