রেকর্ড গড়ে জিতল ভারত


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৪৭

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ১৪:৪২

 

কদিন আগেই করেছেন ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি। এবার টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন শুভমান গিল। বুধবার আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড়ই তুলেছিলেন ভারতীয় এই ওপেনার। খেলেছেন ৬৩ বলে ১২ বাউন্ডারি ৭ ছক্কায় ১২৬ রানের ইনিংস। ভারত পায় ৪ উইকেটে ২৩৪ রানের পুঁজি। এরপর কিউইদের মাত্র ৬৬ রানে গুটিয়ে দিয়ে বড় জয় তুলে নেয় ভারত।

গিল ছাড়াও ব্যাট হাতে দারুণ করেছে রাহুল ত্রিপাঠি, ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ১৭ বলে ৩০ ও টি-টোয়েন্টি এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব ১৩ বলে ২৪ রান। করেন। কিউইদের পক্ষে মাইকেল ব্রেসওয়েল, ব্লেয়ার থিকনার, ইশ সুধি ও ড্যারিল মিচেল একটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে হার্দিক, আর্শদ্বিপ সিং ও উমরান মালিকদের বোলিং তোপে ৬৬ রানে অলআউট হয়ে যায়। ড্যারিল মিচেল ৩৫ ও মিচেল স্যান্টনার ১৩ রান করেন। এই দুজন ছাড়া আর কোনো কিউই ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছতে পারেনি। হার্দিক চারটি, আর্শ্বদিপ ও উমরান ২টি করে উইকেট পান। ভারত জিতেছে ১৬৮ রানে। রানের হিসেবে টি-টোয়েন্টিতে এটি ভারতের সবচেয়ে বড় জয়। আইসিসির পূর্ণ দুই সদস্যের লড়াইয়ে এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top