নাগপুরে ইনিংস পরাজয় দিয়ে ভারত সফর শুরু করেছে অস্ট্রেলিয়া
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:০৫
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ১৪:৪২

নাগপুরে ইনিংস পরাজয় দিয়ে ভারত সফর শুরু করেছে অস্ট্রেলিয়া। এর মাঝে বদলে গেল দ্বিতীয় টেস্টের ভেন্যু। ম্যাচটি ধর্মশালার পরিবর্তে অনুষ্ঠিত হবে ইন্দোরে। এরপরই গুঞ্জন শুরু হয়েছে, ভেন্যু পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়ার ওপর চাপ বেড়ে গেল। কারণ এই মাঠ তো রবিচন্দ্রন অশ্বিনের! এই মাঠে তিনি ঘূর্ণিবলে একাধিকবার প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছেন।
ভেন্যু পরিবর্তনের পর অস্ট্র্রেলিয়ার সংবাদমাধ্যম 'ফক্স ক্রিকেট' টুইটারে লিখেছে, 'ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট অন্য একটি মাঠে হবে, যেখানে অশ্বিনের বোলিং গড় ১২.৫০।' এই টুইট নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। খোদ ভারতীয় উইকেটকিপার দীনেশ কার্তিক অস্ট্রেলিয়াকে খোঁচা দিয়ে টুইটারে লিখেছেন, 'দেখে মনে হচ্ছে, অস্ট্রেলিয়া দলের চেয়ে সেখানকার মিডিয়া বেশি মানসিক খেলা শুরু করেছে!'
কিন্তু কেন অশ্বিনক ভয় পাবে অস্ট্রেলিয়া? এখন পর্যন্ত হলকার স্টেডিয়ামে ২টি টেস্ট খেলেছেন অশ্বিন। ৪ ইনিংসে নিয়েছেন ১৮ উইকেট। এখানে তার বোলিং গড় ১২.৫০! ওভার প্রতি রান দিয়েছেন ৩.১৪। ইনিংসে দুই বার ৫ উইকেট নিয়েছেন, একবার নিয়েছেন ১০ উইকেট। সেই কারণেই অশ্বিনকে ভয় পেতে হবে অজি ব্যাটারদের। ইতোমধ্যে তারা নাগপুরে ভারতীয় স্পিনের সামনেই ধরাশায়ী হয়েছে।
নাগপুরে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেটে। তিনিই ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল। অশ্বিন-জদেজার জুটি ধসিয়ে দিয়েছে অজি ব্যাটিং লাইনআপ। ধর্মশালার উইকেটে পেসারদের সুবিধা একটু বেশি থাকে। কিন্তু ভেন্যু পরিবর্তন হওয়ায় অজি পেসাররা পিচ থেকেও সুবিধা পাবেন না। আসল খেলাটা খেলবেন স্পিনাররাই।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: