অস্ট্রেলিয়ার সামনে প্রতিরোধই গড়তে পারলো না বাংলাদেশ


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:০৪

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ১৪:৪২

 

ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার শামীমা আর মুরশিদাকে হারিয়ে ফেলে বাংলাদেশ। উইকেটের এক প্রান্ত আগলে পড়ে ছিলেন অধিনায়ক। অন্যপ্রান্তে সুধু যাওয়া আসার মিছিল। উইকেট আকড়ে ধরে থেকে জ্যোতি তুলে নিয়েছে ব্যক্তিগত ফিফটি। শেষ পর্যন্ত ০ বলে ৫৭ রান করে ফেরেন জ্যোতি।

একের পর এক উইকেট হারাতে থাকা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৭ রান।

১০৮ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বেথ মুনিকে হারায় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশকে উইকেট এনে দেন মারুফা আক্তার।

তবে আরেক ওপেনার অ্যালিসা হিলি আর অজি অধিনায়ক মেগ ল্যানিং আর কোনো সুযোগ দেননি বাংলাদেশকে। ৩৭ রান করে হিলি আউট হলেও হার না মানা ৪৮ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ৮ উইকেটের পরাজয় উপহার দিয়েই মাঠ ছাড়েন ল্যানিং।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top