লিজেন্ড লিগে রাজ্জাক ঝলক
প্রকাশিত:
১৪ মার্চ ২০২৩ ১৯:৪৪
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ১১:৩৪

লিজেন্ড লিগে বাজিমাত করলেন রাজ্জাক, বল হাতে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়েছেন তিনি। হয়ে উঠেছিলেন ওয়ার্ল্ড জায়ান্টসের ভয়ের কারণ। এশিয়া লাইন্সের হয়ে ২ ওভারে এক মেইডেনসহ মাত্র ২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন এই স্পিনার। তার এমন নৈপুণ্যে ৩৫ রানের বড় জয় পেয়েছে এশিয়ান লিজেন্ডদের দল।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ টসে হেরে ব্যাট করতে নামে লায়ন্সরা। যেখানে মিসবাহ উল হকের ১৯ বলে অপরাজিত ৪৪ ও তিলকারত্মে দিলশানের ২৪ বলে ৩২ রানে ১০ ওভারে ৯৯ রান তুলে এশিয়ার কিংবদন্তিরা।
১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গেইলের তাণ্ডবে ৪ ওভারেই ৪০ রান সংগ্রহ করে জায়ান্টসরা। তবে ৫ম ওভারে গেইল ও সিমন্সকে শহিদ আফ্রিদি ফেরালে মুখ থুবড়ে পড়ে তাদের ইনিংস। পরের ওভারে আব্দুর রাজ্জাককে বোলিংয়ে আনেন আফ্রিদি, সেই ওভারে মাত্র ২ রান দেন তিনি।
দলীয় অষ্টম ও নিজের শেষ ওভার করতে এসে প্রথম বলেই শেন ওয়াটসনকে মোহাম্মদ হাফিজের ক্যাচ বানান রাজ্জাক। পরের চার বলে দেননি কোনো রান। শেষ বলে এসে ০ রানে ফেরান রভম্যান পাওয়েলকে, থারাঙ্গার ক্যাচে পরিণত হন এই ক্যারিবিয়ান। এখানেই মূলত শেষ হয়ে যায় ওয়ার্ল্ড জায়ান্টসের জয়ের আশা।
শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ৬৪ রান সংগ্রহ করতে পারে ওয়ার্ল্ড জায়ান্টস। ফলে ৩৫ রানের বড় জয় পায় এশিয়া লায়ন্সরা। এর আগে ভারত মহারাজের বিপক্ষেও ৯ রানের জয় পেয়েছিল দলটি। তবে সেবার একাদশে থাকলেও ব্যাটিং বা বোলিং কোনো বিভাগেই অবদান রাখা হয়নি রাজ্জাকের।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: