ঘরের মাঠে হারল মেসি-এমবাপ্পেরা
প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৩ ২১:২১
আপডেট:
১৩ আগস্ট ২০২৫ ১৪:৫৩

উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর ফ্রেঞ্চ লিগ ওয়ানই এখন পিএসজির মূল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়নও তারা। তবে লিগ ওয়ানেও সময়টা ভালো যাচ্ছে না ফরাসি জায়ান্টদের। আন্তর্জাতিক বিরতির আগে রেনেসের বিপক্ষে হেরেছিল, বিরতির পরও পিএসজি পেল হারের স্বাদ। রবিবার রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে লিঁওয়ের কাছে ১-০ ব্যবধানে হেরেছে পিএসজি।
ম্যাচের প্রধমার্ধ ছিল গোলশূন্য। অবশ্য প্রথমার্ধেই গোলের দেখা পেতে পারত লিঁও। ৩৬তম মিনিটে তারা পেয়েছিল পেনাল্টি। সেই পেনাল্টি মিস করেন লিঁওর ফরোয়ার্ড আলেকজান্দ্রে লাকাজেত। ম্যাচের একমাত্র গোলটি এসেছে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে। ব্র্যাডলি বারকোলার করা এই গোলটিই জয় এনে দেয় লিঁওকে। ম্যাচের ৬২ শতাংশ সময় বল দখলে রেখেও কোনো গোল করতে পারেননি মেসি-এমবাপ্পেরা।
এই হারের পরও অবশ্য লিগ ওয়ানের শীর্ষস্থান ধরে রেখেছে ক্রিস্টাফ গালতিয়েরের দল। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লেঁসের অবস্থান দুইয়ে। তিনে থাকা মার্সেইয়ের পয়েন্টও ৬০। এদিকে পিএসজিকে হারিয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে লিঁও।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: