হতাশার ম্যাচে মেজাজ হারালেন রোনালদো
প্রকাশিত:
১১ এপ্রিল ২০২৩ ২১:৩১
আপডেট:
১৮ মার্চ ২০২৫ ০৭:২৪

শুরুর দিকের অস্বস্তি কাটিয়ে সৌদি ক্লাব আল নাসরের জার্সিতে মানিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ধারাবাহিকভাবে গোলও আসে এখন তার পা থেকে। পর্তুগালের জার্সি গায়েও গোল করেছেন। তবে সর্বশেষ ম্যাচে নিস্প্রভ রোনালদো মেজাজ হারিয়ে আলোচনায়। রোববার সৌদি প্রো লীগে আল ফিহার সঙ্গে গোলশূন্য ড্র করে নাসর। পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন রোনালদো। ১৮টি চেষ্টার পরও তার দল গোলের দেখা পায়নি। রোনালদো নিজেও একাধিক গোলের সুযোগ মিস করেন। নিজে নিষ্প্রভ, দল জয় পায়নি এমন ম্যাচে মেজাজ হারান রোনালদো। ম্যাচ শেষে ড্রেসিং রুমের পথেই হাঁটছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।
চোখেমুখে ছিল হতাশার ছাপ। যাওয়ার পথে সময় নষ্ট করার অভিযোগে প্রতিপক্ষের ফুটবলার আলী আল জাকানের সঙ্গে জড়ান তর্কে। রোনালদো তাকে বলেন, ‘তুমি কি খেলতে চাও না?’ ম্যাচে আল ফিহার সময় নষ্ট করার জন্যই এই কথা বলেন তিনি। আল জাকানও তখন চুপ করে থাকেননি। রোনালদোকে পাল্টা উত্তর দিতে দেখা যায় তাকে। এমনকি ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে করমর্দন পর্যন্ত করেননি রোনালদো। মাঠে মেজাজ হারানো অবশ্য রোনালদোর জন্য নতুন কিছু নয়। গত মাসে আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচেও মেজাজ হারান তিনি। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রোনালদোর দল আল নাসর। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: