বেটিংয়ের বিজ্ঞাপন করে তদন্তের মুখে ম্যাককালাম


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৩ ১৬:৩৬

আপডেট:
১৮ মার্চ ২০২৫ ০৭:২৬

 

ভারতের অনলাইন বেটিংয়ের সঙ্গে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের কোন সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ড পুরুষ দলের কোচ হওয়ার ছয় মাস পর গত বছরের নভেম্বরে সাইপ্রাস ভিত্তিক কোম্পানির সঙ্গে ম্যাককালামের চুক্তির বিষয়টি ঘোষণা করা হয়।

তবে গত কয়েক সপ্তাহ ধরে ইউটিউবে বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পেইজে শেয়ার করেন ৪১ বছর বয়সী ম্যাককালাম। ভারতের অনলাইন বেটিং কোম্পানির সঙ্গে ম্যাককালামের সর্ম্পকে বিষয়ে এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘আমরা এই বিষয়টি তদন্ত করছি। সাইপ্রাস ভিত্তিক বেটিং কোম্পানির ২২বেট’ এর সঙ্গে সর্ম্পকের বিষয়ে ম্যাককালামের সঙ্গে আলোচনা হয়েছে। জুয়া নিয়ে আমাদের কিছু নিয়ম আছে এবং সবসময় আমরা সেগুলো নিশ্চিত করার চেষ্টা করি।’

ইসিবির দুর্নীতি বিরোধী ধারা অনুযায়ী, বেটিংয়ের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুরোধ করা, উৎসাহিত করা, প্ররোচিত করা, নির্দেশ দেয়া, সুবিধা দেওয়া বা অন্য যে কোন পক্ষকে বাজিতে অংশ নিতে সহায়তা করা নিষিদ্ধ। গেল সপ্তাহে ডিপার্টমেন্ট অব ইন্টারনাল অ্যাফেয়ার্সে (ডিআইএ) একটি অভিযোগ দায়ের করেন নিউজিল্যান্ডের প্রবলেম গ্যাম্বলিং ফাউন্ডেশন (পিজিএফ)। এ ব্যাপারে ডিআইএ জানিয়েছে, ২২বেটের বিজ্ঞাপনগুলো বিভ্রান্তির কারণ। তবে নিউজিল্যান্ডের কোন নিবন্ধিত স্পোর্টস বুকমেকার নয় বা ডিআইএ দ্বারা নিউজিল্যান্ডে লাইসেন্সপ্রাপ্ত নয় তারা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top