একাই তিনটি পুরস্কার জিতলেন মেসি


প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৩ ০৩:১৯

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ১৫:৪২

 

কাতার বিশ্বকাপে পূর্ণতা পাওয়া লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারের অর্জনের খাতা ভারি হলো আরও একবার । ২০২২ সালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) থেকে একাই জিতেছেন তিনটি পুরস্কার।
ফ্রান্সের প্যারিসে বৃহস্পতিবার (২০ এপ্রিল) আইএফএফএইচএস মেসির হাতে তিনটি পুরস্কার তুলে দেয়।
২০২২ সালের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতা- এই তিন ক্যাটাগরিতে আর্জেন্টাইন তারকাকে পুরস্কৃত করা হয়েছে বলে সংস্থাটির ওয়েবসাইটে থেকে জানানো হয়।
গত বছর আন্তর্জাতিক ফুটবলে স্বপ্নের মতো একটি বছর পার করেছেন মেসি। আর্জেন্টিনার হয়ে মাত্র ১৪ ম্যাচে ১৮ গোল করেন মেসি। এর মধ্যে কাতার বিশ্বকাপে দলকে ৩৬ বছর পর শিরোপা জেতানোর পথে করেন ৭ গোল। পাশাপাশি তার অ্যাসিস্টও ছিল ৩টি।
বিভিন্ন ক্যাটাগরিতে ২০১১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আইএফএফএইচএস থেকে ১৩ বার পুরস্কার জিতেছেন মেসি। যা কোনো ফুটবলারের পক্ষে সর্বোচ্চ।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top