বিশ্বকাপ-এশিয়া কাপ দুটোই শেষ ঋষভের!
প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৩ ২০:৪৩
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ১৫:৪৭

ঘরের মাঠে বিশ্বকাপ খেলা যে কোনো ক্রিকেটারের স্বপ্ন। অথচ সেই স্বপ্ন পূরণের কয়েক মাস আগেই থমকে যেতে হলো ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থকে। এক দুর্ঘটনা তাকে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএলের পর এবার ওয়ানডে বিশ্বকাপ থেকেও ছিটকে দিলো।
গত বছরের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় আহত হন ঋষভ পন্থ। দুর্ঘটনায় এতটাই ভয়াবহ ছিল তার বেঁচে ফেরাটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত বেঁচে ফিরলেও দুর্ঘটনার সময় তার লিগামেন্টে গুরুতর চোট ছিল, এতে অস্ত্রোপচার করা হয়। আশা করা হচ্ছিল অন্তত ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন ঋষভ।
তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের দাবি অনুযায়ী, দ্রুত সুস্থ হয়ে উঠলেও তিনি আগামী বছরের জানুয়ারির আগে ফিরতে পারবেন না। অবশ্য বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে মাঠে গড়াবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকবাজের দাবি সত্যি হলে, কোনোভাবেই বিশ্বকাপ খেলতে পারবেনা না ঋষভ।
ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানায়, পুরোপুরি সুস্থ হতে এখনও অন্তত সাত থেকে আট মাস সময় লাগবে ঋষভের। যদিও খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।
বিজ্ঞাপন
তবে বিশ্বকাপ খেলার জন্য সেটা যথেষ্ট নয়। যদিও ঋষভকে সুস্থ করতে সব ধরনের সহায়তা দিচ্ছে বিসিসিআই। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের চোট নিয়ে কাজ করছেন ঋষভ পন্থ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: