রেকর্ড গড়েই জয় ছিনিয়ে আনলো লখনৌ
প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৩ ১৯:৫৪
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ১৫:৩৫

প্রথম দেখায় হারের প্রতিশোধ বেশ ভালোভাবে নিল লখনৌ সুপার জায়ান্ট। পাঞ্জাব কিংসকে রান বন্যায় ভাসিয়ে তুলে নিয়েছে আসরে নিজেদের পঞ্চম জয়। শুক্রবার ৫৬ রানের বিশাল জয় পেয়েছে জায়ান্টরা। যেই জয় পেতে লখনৌ সংগ্রহ করেছে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান; ২৫৭।
আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহের পর লখনৌর জয় না পাওয়াটাই বরং অস্বাভাবিক হতো। আজো ভরসা রাখতে পারেননি লোকেশ রাহুল, ফেরেন ৯ বলে ১২ রান করে। পাওয়ার প্লেতে ফেরেন কাইল মায়ার্সও। তবে আউট হবার আগে দলকে বড় সংগ্রহের ভিতটা গড়ে দিয়ে যান তিনি। খেলেন ২৪ বলে ৫৪ রানের এক বিধ্বংসী ইনিংস।
মায়ার্স ঝড় যখন থামে ২ উইকেটে ৭৪ রান তখন স্কোরবোর্ডে, পাওয়ারপ্লের একটা বল বাকি তখনো। সেখান থেকে দলের হাল ধরেন মার্কুস স্টয়নিস, অজি এই অলরাউন্ডারও ঝড় তুলেন ব্যাট হাতে। আয়ুস বাধনির সাথে জুটি গড়ে যোগ করেন ৪৮ বলে ৮৯ রান। ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলে ফেরন আয়ুশ।
আয়ুশের বিদায়েও টলেনি লখনৌ, টলতে দেননি স্টয়নিস ও নিকোলাস পুরান। দু'জনে দুই প্রান্ত থেকে রান বাড়াতে থাকেন দ্রুত গতিতে, মাত্র ৩১ বলে ৭৬ রান আসে এই জুটিতে। দারুণ এক অর্ধশতক হাঁকিয়ে স্টয়নিস ফিরলে ভাঙে এই জুটি। ৪০ বলে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। পুরানের ১৯ বলে ৪৫ রানের ইনিংসে শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৫৭ করে লখনৌ। দীপক হোডা অপরাজিত থাকেন ৬ বলে ১১ রানে।
২৫৮ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক শিখর ধাওয়ান ও দলীয় ৩১ রনে প্রভুশিমরানের (৯) উইকেট হারায় পাঞ্জাব। তবে এরপর অথর্ব টেইড ও সিকান্দার রাজার ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। এই জুটি যখন ভাঙে ১১.৪ ওভারে স্কোরবোর্ডে ততক্ষণে ১০৯ রান জমা হয়েছে। ২২ বলে ৩৬ রান করে আউট হন রাজা।
পরের ওভারেই ফেরেন অথর্ভও। তবে আউট হবার আগে ২৩ বছর বয়সী এই তরুণ তুলে নেয় আইপিএলে নিজের প্রথম অর্ধশতক। আউট হন ৩৬ বলে ৬৬ রান করে। এরপর আর কেউ ইনিংস বড় করতে পারেননি। লিয়াম লিভিংস্টোন ১৪ বলে ২৩, স্যাম কারান ১১ বলে ২১ ও জিতেশ শর্মা ফেরেন ১০ বলে ২৪ রান করে।
রাবি সিং আর নাভিন উল হকে বোলিং তোপে ১ বল আগেই অলআউট হয় পাঞ্জাব। যদিও তার আগে পাড়ি দিয়ে ফেলে ২০০ রানের গণ্ডিও, ২০১ রানে থামে তারা। রাবি সিং ৩৭ রানে ৪ ও নাভিন উল হক ৩০ রানে শিকার করেন ৩ উইকেট।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: