ভিনিসিয়ুসকে নিয়ে টুইট: ক্ষমা চাইলেন লা লিগা প্রেসিডেন্ট


প্রকাশিত:
২৫ মে ২০২৩ ২০:৫৬

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২০:৪৮

 

চরম বর্ণবাদী আচরণের শিকার হয়ে নিজের ক্ষোভের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। একবার নয়, বারবার এ ধরনের ঘটনার শিকার হওয়ার পরও এসবের কোনো প্রতিকার না হওয়ায় লা লিগা কর্তৃপক্ষেও কাঠগড়ায় তুলেছিলেন রিয়াল তারকা ভিনিসিয়ুস।

এরই কড়া জবাব দেন লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস। উল্টো ভিনিসিয়ুসকেই দায়ী করেন তিনি। হ্যাভিয়ের তেবাসের টুইট দেখলেই মনে হবে তিনি বর্ণবাদীদের পক্ষ নিয়েছেন। এ নিয়ে যখন চারদিকে তোলপাড় এবং সমালোচনার শিকার হচ্ছিলেন তেবাস, তখন তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেন তার সেই টুইটের জন্য।

তবে একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে সেই টুইটটি করেছিলেন, তা সবাই বুঝতে পারেনি। বরং, ভুল বোঝাবুঝি হয়েছে তাতে। তিনি আশা প্রকাশ করেন, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন বর্ণবাদ বন্ধে আরও কঠোরভাবে কাজ করে যাবে।

হ্যাভিয়ের তেবাস ভিনিসিয়ুসকে নিয়ে করা সেই টুইট নিয়ে বলেন, ‘আমি সব সময়ই বলে আসছি, এটা আমার পুরো ওয়ার্ক টিমের কাজ। যখন মানুষরা কিংবা তাদের একটি অংশ কোনো একটি বার্তাকে নির্দিষ্টভাবে গ্রহণ করে, তখন সেটাই সঠিক। সুতরাং, এর জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি। কারণ, আমি বুঝতে পেরেছি যে টুইটে লেখা আমার বক্তব্যটি সবাই বুঝতে পারেনি। বিশেষ করে ব্রাজিলে।’

ইএসপিএন ব্রাজিলকে তেবাস বলেন, ‘সুতরাং, আমার অবশ্যই এ ক্ষেত্রে স্যরি বলা প্রয়োজন। আমি মনে করি, আমার মেসেজ এবং আমার ইচ্ছা- সবই আমি যা লিখেছি তার সঙ্গেই আছি। তবে, ব্রাজিলের মানুষ আমার বক্তব্যের গুরুত্বপূর্ণ একটি অংশই বোঝেনি।’

তিনি আরও বলেন, ‘ভিনিসিয়ুসকে অ্যাটাক করার কোনো ইচ্ছাই আমার নেই। তবে, একটা বিষয় পরিস্কার করার জন্য বলি, মাত্র একমাস আগেই ভিনিসিয়ুস একটি ভিডিও বানিয়েছিলো, যেটা বর্ণবাদ বিরোধী লা লিগার যে অ্যাকশন তাকে সমর্থন জানিয়ে।’

এর আগে ভিনিসিয়ুসকে নিয়ে যে টুইট করেছিলেন তেবাস, সেখানে তিনি ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে লিখেন , ‘বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কী করে এবং করতে পারে, এ বিষয়ে যেহেতু ব্যাখ্যা করা হয়নি, আমরা আপনাকে সেটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম। কিন্তু নিজেরই অনুরোধ করা নির্ধারিত দুটি তারিখে আপনি উপস্থিত হননি। লা লিগার সমালোচনা ও অপমান করার আগে নিজের সম্পর্কে সঠিকটা জানা উচিত। নিজেকে অন্যের সুবিধা অনুযায়ী ব্যবহার হতে দেবেন না। নিশ্চিত করুন যে উভয় পক্ষের কর্মদক্ষতা এবং আমরা একত্রে যা করছি, সে সম্পর্কে আপনার সম্পূর্ণ জানাশোনা আছে।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top