মেসির রেকর্ডের রাতে মায়ামির বড় জয়
প্রকাশিত:
২৬ জুলাই ২০২৩ ২২:২৭
আপডেট:
১০ আগস্ট ২০২৫ ১১:২১

গোলাপি জার্সি গায়ে মেসি ম্যাজিক চলছেই। জাদুকরের জাদুতে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ইন্টার মায়ামি। এইদিন আরো বেশি উদ্ভাসিত ছিলেন মেসি। গোল করেছেন, করিয়েছেন; স্বরূপেই দেখা দিয়েছেন। কে বলবে এই মেসি মাত্রই মায়ামিতে এসেছেন!
এদিকে মেসির ছোঁয়ায় যেন বদলে গেছে মায়ামি। টানা ১১ ম্যাচ হারের পর মেসি ম্যাজিকে ভর করে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারা। এমএলএসে প্রায় জিততে ভুলে যাওয়া দলটা তুলে নিলো টানা দুই জয়। মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেকে হারিয়েছে ৪-০ ব্যবধানে। নিশ্চিত করেছে লিগ কাপের নকআউট।
আমেরিকায় মেসি কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে ছিল সন্দেহ, তবে সময়ের সাথে সাথে সব দূর করে দিচ্ছেন তিনি। প্রথম ম্যাচে বদলি হিসেবে নামলেও আজ শুরুর একাদশেই ছিলেন মেসি, হাতে ছিল অধিনায়কের আর্মব্যান্ডও। সাথে ছিলেন সার্জিও বুস্কেটসও।
তাদের নামের প্রভাব বিস্তার করতেও সময় লাগেনি, অষ্টম মিনিটেই বুস্কেটসের পাস থেকেই প্রথম গোলটা করেন মেসি। অনেকটা দৌড়ে এসে ডান পাশের পোস্টে বল পাঠিয়ে দেন তিনি। ২২তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন মেসিই। এবার রবার্ট টেইলরের পাসে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
৪৪তম মিনিটে গোলের দেখা পান টেইলর নিজেও। ৫৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখাও পান তিনি। তবে এবারের গোলে অবদান ছিল মেসির। ৪-০ গোলে এগিয়ে থাকায় দলের জয়ও অনেকটা নিশ্চিত হয়ে যায়। তাই মেসিকে ৭৭তম মিনিটে উঠিয়ে নেন কোচ। দর্শকদের কল্লোলের মধ্য দিয়ে মাঠ ছাড়েন তিনি।
তবে মাঠ ছাড়ার আগে ব্যতিক্রমী এক রেকর্ড গড়েন মেসি। হাঁকিয়েছে ব্যতিক্রমী এক শতক। এ নিয়ে ১০০টি ভিন্ন ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন তিনি।
অফিশিয়ালভাবে ২৩টি দেশের ১১৫টি আলাদা আলাদা ক্লাবের মুখোমুখি হয়ে ১০০টি ক্লাবের বিপক্ষে গোলমুখ খুলেছেন তিনি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: