আর পরিবর্তন আসছে না বিশ্বকাপ সূচিতে
প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৩ ২২:২৫
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ২৩:৫২

ভারতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াতে আর ছয় সপ্তাহ বাকি। এছাড়া আগামী ২৫ আগস্ট থেকে শুরু হয়ে যাবে এই টুর্নামেন্টটির টিকিট বিক্রিও। আর তার আগেই দ্বিতীয় দফায় সূচি পরিবর্তনের অনুরোধ জানানো হয় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কিন্তু তা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড বিসিসিআই।
সাধারণত বিশ্বকাপের এক বছর আগেই সূচি জানিয়ে দেয় আইসিসি। কিন্তু এবার নিরাপত্তা ও অন্যান্য কারণে টুর্নামেন্টটি শুরু হওয়া ১০০ দিন আগে প্রকাশ্যে আসে সূচি। তবে এরপরও ব্যাপক কাটাছেঁড়া করা হয় সূচিতে। পরিবর্তন করা হয় ভারত-পাকিস্তানের হাইভোলটেজ খেলাসহ ৯টি ম্যাচের সূচিতে। তবে সেখানেও সমস্যা দেখা দেওয়ায় দ্বিতীয় দফায় আবারও সূচি বদলের অনুরোধ আসে। মূলত প্রথম দফায় সূচি বদলের পরেই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দ্বিতীয় দফায় পরিবর্তনের অনুরোধ আসে।
নতুন সূচি অনুযায়ী, আগামী ৯ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। একই ভেন্যুতে পরের দিন মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। পূর্বের ঘোষিত সূচি অনুযায়ী, এই ম্যাচের তারিখ ছিল ১২ অক্টোবর। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন হয়ে দাঁড়িয়েছে হায়দরাবাদ পুলিশ বলেছে, টানা দুই ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করতে পারবে না। তার ওপর পাকিস্তান দলকে অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে। আর এই বিষয়টি তুলে ধরে বিসিসিআইকে চিঠি পাঠিয়েছিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা চায় দুটো ম্যাচের মাঝখানে পর্যাপ্ত বিরতি রাখা হোক। যা আমলে নেয়নি বিসিসিআই।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: