জন্মদিনে বাবা হলেন নাজমুল হোসেন শান্ত
প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৩ ২১:০৭
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ২৩:৩৮

নিজের ২৫তম জন্মদিনে বাবা হওয়ার সুসংবাদ পেলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। এই বাঁহাতি ব্যাটারের জীবনসঙ্গী সাবরিন সুলতানা রত্না পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজেই এই সুসংবাদ দিয়েছেন শান্ত। সেইসঙ্গে জানিয়েছেন, মা এবং নবজাতক দুজনেই সুস্থ আছে।
আর দুই দিন পরই এশিয়া কাপের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। তার আগেই এই দারুণ সুসংবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শান্ত লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।
আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।’
২০২০ সালের ১১ জুলাই করোনা মহামারির মাঝে বিয়ে করেন শান্ত ও রত্না। তাদের দুজনের বাড়িই রাজশাহীতে। ক্যারিয়ারের শুরুর সময়ে শান্তকে নিয়ে যখন দর্শক-সমর্থকরা তুমুল সমালোচনা করেছেন, ফেসবুকে ট্রল করেছেন, ঠিক তখনই শান্তর হাত শক্ত করে ধরেছিলেন রত্না।
সেই শান্ত এখন জাতীয় দলের বড় তারকা। গত ১৬ আগস্ট সোশ্যাল মিডিয়ায় অনাগত সন্তানের খবর জানিয়েছিলেন শান্ত।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: