বাংলাদেশের বিপক্ষে খেলবেন না স্টোকস!


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৩ ১৬:৩৪

আপডেট:
১৮ মার্চ ২০২৫ ০২:৩৩


ইংলিশ অধিনায়ক বাটলারের অনুরোধে অবসরে ভেঙে বিশ্বকাপ খেলতে এসেছিলেন অলরাউন্ডার বেন স্টোকস। তবে উদ্বোধনী ম্যাচে খেলতে দেখা যায়নি তাকে। ধারনা করা হচ্ছিল ৩২ বছর বয়সী এই ইংলিশ অলরাউন্ডারকে হয়তো আগামী মঙ্গলবার ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামতে দেখা যাবে। তবে এ নিয়েও দাঁড়িয়েছে শঙ্কা। হয়তো এই ম্যাচেও সাইড বেঞ্চে বসে উপভোগ করতে দেখা যাবে তাকে।

টাইগারদের বিপক্ষে ম্যাচের আগে গতকাল রোববার দলের সঙ্গে অনুশীলনে এসেছিলেন স্টোকস। তবে আদৌ তিনি খেলবেন কি না, এমন কিছু পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। মূলত ধর্মশালার মাঠের আউটফিল্ডটি খেলার জন্য ঝুঁকিপূর্ণ। আর স্টোকস ইনজুরিপ্রবণ।

মূলত এ কারণেই তাকে এই ম্যাচে না নামানোর কথা ভাবছে ইংল্যান্ড। আর যদি তিনি সত্যই এ ম্যাচে না খেলেন স্ট্রোকস, তাহলে এটা টাইগারদের জন্য শুভবার্তা হিসেবেই গ্রহণযোগ্যতা পাবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top