১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট!


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৩ ২০:১৫

আপডেট:
১৬ অক্টোবর ২০২৩ ২০:১৬

 

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স-২০২৮-এ দেখা যাবে ক্রিকেট। ১২৮ বছর পরে আবার ক্রিকেটকে অলিম্পিক্সের আসরে দেখা যাবে। টি-টোয়েন্টি ফরমেটে ক্রিকেট অনুষ্ঠিত হবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে। ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) পুরুষ ও নারীদের ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি আরো চারটি গেসমকে তাদের রোস্টারে জায়াগ দিয়েছে।

আইওসির কার্যনির্বাহী বোর্ড গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেস গেমস সংগঠকদের এগুলো যুক্ত করার প্রস্তাব দিলে তা অনুমোদন করা হয়। ২০২৮ অলিম্পিক্সে ক্রিকেট ছাড়াও যুক্ত করা চারটি খেলা হলো বেসবল-সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস এবং স্কোয়াশ।

আইওসি সভাপতি থমাস বাখ গত সপ্তাহে বলেছিলেন, ক্রিকেট এবং অন্য চারটি খেলার অন্তর্ভুক্তি আমেরিকান ক্রীড়া সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ এবং নতুন ক্রীড়াবিদ ও অনুরাগী সম্প্রদায়ের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে অলিম্পিক্সকে আরো সম্মানিত করবে। ক্রিকেটের সাথে বেসবল-সফটবল, ল্যাক্রোস, স্কোয়াশ এবং ফ্ল্যাগ ফুটবল হলো একমাত্র পাঁচটি খেলা যে গুলোকে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস গেমসের জন্য অনুমোদিত করা হয়েছে।


১৯০০ সালের পর প্রথমবারের মতো ক্রিকেট অলিম্পিক্সের অংশ হবে। লস অ্যাঞ্জেলেস গেমস আয়োজক কমিটি পুরুষ ও নারী উভয় টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় দলের ইভেন্টের প্রস্তাব করেছিল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাগতিক দেশ হিসেবে মাঠে নামবে। তবে, দলের সংখ্যা এবং যোগ্যতা পদ্ধতির বিষয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

অলিম্পিক্সে এর আগে ১৯০০ সালে একবারই ক্রিকেট রাখা হয়েছিল। অর্থাৎ, ১২৮ বছর পরে আবার ব্যাট-বলের খেলা দেখা যেতে পারে বিশ্বের সব থেকে বড় প্রতিযোগিতায়। ১৯০০ সালে প্রথমে চারটি দেশ নাম দিয়েছিল। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। কিন্তু পরে নেদারল্যান্ডস ও বেলজিয়াম নাম তুলে নেয়ায় গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটিই খেলা হয়। সেটিই ফাইনাল। ওই বার প্রতিটি দলে ১২ জন করে ক্রিকেটার ছিল। দু’দিন ধরে হয়েছিল সেই খেলা।


দীর্ঘ দিন ধরেই অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার কথা চলছিল। আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডও। কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছিল না। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার আশা দেখা যায়।

আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সভাপতি থমাস বাখের নেতৃত্বে বৈঠকে অবশেষে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব মেনে নেয়া হয়। তবে শুধু ক্রিকেট নয়, আরো চারটি খেলা ২০২৮ সালের অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সম্মতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top