সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


অবসরের ইঙ্গিত দিলেন পাপন


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৩ ১৬:৩৬

আপডেট:
১৭ মে ২০২৪ ১৭:২৯

 

এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে আছেন নাজমুল হাসান পাপন। অনেক উত্থান-পতন, অর্জন আর গল্পের সাক্ষী তিনি। তবে এবার ক্ষান্ত হতে চান, অবসরে যেতে চান দেশের ক্রিকেটের সর্বোচ্চ আসন থেকে। এর আগে করে যেতে চান অতিপ্রয়োজনীয় কিছু কাজ। নিতে চান ক্রিকেটের স্বার্থে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত।

সোমবার নিজ বাসার সামনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পাপন।

তিনি বলেন, ‘এই টার্ম তো আর বেশিদিন নাই। আমিও আর বেশিদিন নাই। আর একটা বছর আছে। আমার প্ল্যান হচ্ছে যাওয়ার আগে টিমকে ঠিক করে যাব। যা যা করা দরকার করে যাব।’

‘সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব। সিদ্ধান্ত নেয়ার পর কে পছন্দ করল বা না করল তাতে আমার কিছু যায় আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, সেটা যদি খুব কঠিনও হয়, আমি নিব।’

এরপর খানিকটা রহস্য রেখে বিসিবি সভাপতি জানালেন, আবারো দলের ভেতর ঢুকে রোগটা খুঁজে বের করতে চান তিনি। বলেন, একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নাই। আমি নিজে ভেতরে ঢুকব, আগে যেমন সব জানতাম। ভেতরে গিয়ে ক্রিকেটের স্বার্থে যা সিদ্ধান্ত নেয়ার আমি নিব।’


উল্লেখ্য, ২০২১ সালের ৭ অক্টোবর চতুর্থ মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। বোর্ড পরিচালকের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি আগে সরকার থেকে মনোনীত হত। নাজমুল হাসান পাপন ২০১২ সালে প্রথমে সরকার কর্তৃক মনোনীত সভাপতি ছিলেন। ২০১৩ সাল থেকে বিসিবি সভাপতি পদটি নির্বাচনের মাধ্যমে বেছে নেয়া হয়। ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। চতুর্থ মেয়াদে ২০২১ থেকে বোর্ড সভাপতির পদে আছেন তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top