বিপিএল নিয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়ান ব্যাটার
প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৪ ১৬:৩৮
আপডেট:
১৮ মার্চ ২০২৫ ১১:১৫

বিগ ব্যাশ থেকে সোজা বিপিএল। পুরো ব্যাপারটা খুব দ্রুতই ঘটেছে অ্যালেক্স রসের জন্য। দুর্দান্ত ঢাকার হয়ে কাল দুপুরে খেলতে আসা ৩১ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটার বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলছিলেন। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আগেভাগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সিডনি থান্ডার।
তা না হলে কি আর বিপিএল খেলতে আসতে পারেন! সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে আসা বেন কাটিংয়ের পর এবারের বিপিএলের দ্বিতীয় অস্ট্রেলিয়ান অ্যালেক্স। সব কিছু ঠিক থাকলে আগামীকাল দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের বিপক্ষে বিপিএল অভিষেক হবে তাঁর। বিপিএল নিয়ে বেশ রোমাঞ্চই কাজ করছে অ্যালেক্সের, ‘খুবই রোমাঞ্চিত। সব কিছুই খুব দ্রুত হয়ে গেল।
দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। আমি টিভিতে বিপিএল দেখেছি। প্রথম ম্যাচটা (সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ঢাকার প্রথম ম্যাচ) ফ্লাইটে বসে দেখেছি। ছেলেরা খুব ভালো খেলেছে।
’
উপমহাদেশে খেলার অভিজ্ঞতা আছে অ্যালেক্সের। গত বছর শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার হয়ে খেলেছেন, ‘আমি আজ নেটে লম্বা সময় ব্যাট করেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। গত বছর শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছি। ওখানে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা এখানে কাজে দেবে।
এখনকার অনুশীলন উইকেটের সঙ্গে ওখানকার ভালোই মিল আছে। তবে আমি দলের খেলোয়াড়দের কাছ থেকে শুনেছি, ম্যাচের উইকেট কিছুটা ভালো।’
গত দুই মৌসুমে বিপিএলে বেশ ভালোই উইকেট দেখা যাচ্ছে। যদিও দিনের ম্যাচে বিশেষ করে মিরপুরে বেশির ভাগ ক্ষেত্রে লো স্কোরিং ম্যাচই বেশি হচ্ছে। বাংলাদেশের মন্থর উইকেট নিয়ে প্রশ্নে অ্যালেক্স অবশ্য বিগ ব্যাশেও একই রকম অভিজ্ঞতার কথা জানালেন, ‘আমরা এবার বিগ ব্যাশে কিছু ম্যাচে বাজে উইকেট পেয়েছি। স্পিনিং উইকেটে খেলার কিছু অভিজ্ঞতাও হয়েছে, উইকেটও মন্থর ছিল। তবে টিভিতে যা দেখলাম (বিপিএল), তার সঙ্গে সব সময় মিলবে না। আমি শুধু এখানে খেলার জন্য মুখিয়ে আছি।’
বাংলাদেশে আসার পর স্বদেশি বেন কাটিংয়ের সঙ্গেও কথা হয়েছে অ্যালেক্সের। তবে ক্রিকেট নিয়ে দুজনের কোনো কথা হয়নি, ‘কোনো পরামর্শ দেয়নি। তবে সে বলেছে, এখানে দুটি ভালো খাবারের দোকান আছে। ভালো স্টেক আছে। এখনো ক্রিকেট নিয়ে কিছু বলেনি।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: