সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে ইরাসমাসের বিদায়


প্রকাশিত:
১৩ মার্চ ২০২৪ ১২:৪১

আপডেট:
৩ মে ২০২৪ ০৬:৩২


নিউজিল্যান্ডের ঘরের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর দুই ম্যাচ টেস্ট সিরিজের শতভাগ জয় নিয়ে দুই সিরিজের ট্রফি ঘরে তোলে সফরকারী অস্ট্রেলিয়া। এই দুই দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানলেন দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার এবং আম্পায়ার মারাইস ইরাসমাস।


১৯৯৭ সালে ক্রিকেটীয় ক্যারিয়ারকে বিদায় জানিয়ে ২০১০ সালে চট্টগ্রামে বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সাদা পোশাকের আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন ইরাসমাস। যদিও এর আগে ২০০৬ সালে ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে এবং একই বছরে কেনিয়া এবং কানাডার ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আম্পায়ারিং শুরু করেন ইরাসমাস।


দেড় যুগের বেশি সময় ধরে আম্পায়ারিং করা ইরাসমাস তার ক্যারিয়ারে চারটি পুরুষ বিশ্বকাপ এবং তিনটি নারী বিশ্বকাপে আম্পায়ারিং করার পাশাপাশি বিশ্বের অনেক নামিদামি ফ্র্যাঞ্চাইজি লিগেরও দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে মোট ২৬৮টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি। যেখানে ১২৭টি টেস্ট ম্যাচের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে ১৯২টি ম্যাচ এবং ৬১টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন এই প্রোটিয়া আম্পায়ার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top