সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বিপর্যয় সামলে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর দিলো অজি নারী ক্রিকেটদল


প্রকাশিত:
২১ মার্চ ২০২৪ ১৪:৩৩

আপডেট:
৩ মে ২০২৪ ০৭:০০

 

অস্ট্রেলিয়াকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। ভেঙে দেয় টপ-অর্ডার। পাওয়ার প্লেতেই তুলে নেয় ৩ উইকেট। তবে শেষটা সুখকর হলো না বাংলাদেশের জন্য। অ্যানাবেল সাদারল্যান্ডের দুর্দান্ত হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ২১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলেছে অস্ট্রেলিয়ান ব্যাটাররা।

বৃহস্পতিবার অজিদের বিপক্ষে প্রথম কোনো দ্বিপক্ষীয় ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটায় মুখোমুখি হয় দু’দল। মিরপুরে টসে জিতে অজিদের আগে ব্যাটিংয়ে পাঠায় টাইগ্রেস অধিনায়ক।


আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ফুবি লিচিফিল্ডকে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফেরান সুলতানা। গোল্ডেন ডাক মেরে ফেরেন এই অজি কন্যা।


নিজের দ্বিতীয় ওভারে এসে আবারো উইকেটের দেখা পান সুলতানা। তার দ্বিতীয় শিকার এলিসা পেরি। থিতু হওয়ার আগেই তাকে রাবেয়া খাতুনের ক্যাচ বানান তিনি। এলিসা ফেরেন ১০ বলে ২ রান করে।

৬ ওভারে ২১ রানে ২ উইকেট তুলে নিয়ে ততক্ষণে ছন্দ পেয়ে গেছে বাংলাদেশ। যেই ছন্দে তাল মেলান পেসার মারুফা আক্তার। অজি অধিনায়ককেই বানান নিজের শিকার। দারুণ খেলতে থাকা এলিসা হেলিকে ফেরান মারুফা। ৩৯ বলে ২৪ রান করে সুলতানাকে ক্যাচ দেন তিনি।

নাহিদা আক্তার আক্রমণে এসে ফেরান তাহলিয়া ম্যাকগ্রাকে। দারুণ এক সুইংয়ের ফলে পরাস্ত এই ব্যাটার। এরপরেই অবশ্য অ্যাশলি গার্ডনারকে নিয়ে বড় জুটি গড়েন অভিজ্ঞ বেথ মুনি। ধীরগতির খেলে সময় নিয়ে আক্রমণাত্মক হতে চেয়েছিলেন। তবে সেখানেও বাধা হয়েছে বাংলাদেশের বোলাররা। ফাহিমার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। যাওয়ার আগে গার্ডনারের সাথে গড়েছেন ৩০ রানের জুটি।

৭৮ রানে ৫ উইকেটের পতন থেকে অজিদের ঘুরে দাঁড়ানো শুরু। অ্যাশলি গার্ডনার এবং জর্জিয়া ওয়্যারহ্যাম দুজনের সাথেই ৩৪ রানের জুটি গড়েছেন অ্যানাবেল। গার্ডনার ৩২ করে ফেরেন নাহিদার বলে। স্ট্যাম্পিংয়ে তাকে ফেরান জ্যোতি। আর ১২ রান করে ওয়্যারহ্যাম ফিরেছেন স্বর্ণার বলে। স্লিপে চোখে পড়ার মতো ক্যাচ নিয়েছিলেন রাবেয়া।

তবে অষ্টম উইকেট জুটিতে অ্যানাবেল সাদারল্যান্ড এবং অ্যালানা কিং ৬৭ রানের অপরাজিত জুটি গড়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। ৭৬ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন সাদারল্যান্ড। ৩১ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন অ্যালানা কিং।

সুলতানা খাতুন ও নাহিদা আক্তার নিয়েছে দুটি করে উইকেট, এছাড়া একটি করে নিয়েছেন মারুফা আক্তার, ফাহিমা খাতুন ও স্বর্ণা আক্তার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top