চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল ওমান
প্রকাশিত:
২ মে ২০২৪ ১৭:২৫
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০২:৫৭

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওমান। এই দলকে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক ব্যাটিং অলরাউন্ডার আকিব ইলিয়াস। দলে চমক হিসেবে আছেন ৩৬ বছর বয়সি সুলতান আহমেদ। ২০১৬ বিশ্বকাপে তার অভিষেক হয়েছিল এবং ২০২১ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
বোলারদের তালিকায় আছেন বিলাল খান, কলিমুল্লাহ, ফাইয়াজ বাট ও শাকিল আহমেদ। অলরাউন্ডারের তালিকায় আছেন শাকিল-আকিব ও জিশান। ব্যাটসম্যান হিসেবে আছেন কাশ্যপ প্রজাপতি, নাসিম খুশি, প্রতীক আথাভালে ও আয়ান খান।
রিজার্ভ হিসেবে আছেন- যতিন্দর সিং, স্যাময় শ্রীবাস্তব, সুফিয়ান মেহমুদ ও জয় ওদেদরা।
বিশ্বকাপে ওমান আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। ২ জুন বার্বাডোজে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে ওমান।
ওমানের বিশ্বকাপ স্কোয়াড
আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতীক আথাভালে (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি (উইকেটরক্ষক), মেহরান খান, বিলাল খান, রফিউল্লাহ, কলিমুল্লাহ, ফাইয়াজ বাট, শাকিল আহমেদ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: