আজই শিরোপা ছুঁতে চায় কিংস
প্রকাশিত:
১১ মে ২০২৪ ১৩:৫২
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০২:৪৮

প্রিমিয়ার লিগের প্রথম পর্বে এবার দুটি ম্যাচে পয়েন্ট হারিয়েছিল বসুন্ধরা কিংস। তাতে মনে করা হয়েছিল, দ্বিতীয় পর্বে শিরোপা লড়াইটা কঠিন হয়ে উঠবে তাদের জন্য। কিন্তু চারবারের চ্যাম্পিয়নদের নিয়ে এমন ভাবনাটা যে ভুল ছিল দ্বিতীয় লেগের প্রতিটা ম্যাচে সেটিই যেন প্রমাণ করতে নেমেছিল তারা। টানা পাঁচ জয়ে আজ তাই তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের দুয়ারে তারা।
ময়মনসিংহে আজ মোহামেডানকে হারালেই লিগে রেকর্ড টানা পঞ্চম শিরোপা উঠবে কিংসের হাতে।
আজই শিরোপা ছুঁতে চায় কিংসপ্রতিপক্ষ মোহামেডান বলে অবশ্য যথেষ্ট সতর্কও কিংস কোচ অস্কার ব্রুজোন। প্রথম পর্বে একমাত্র হারটি যে এই সাদা-কালোদের কাছেই। কিংসের তাই প্রতিশোধেরও ম্যাচ এটা।
যদিও সেসব মাথায় আনছেন না স্প্যানিশ কোচ। এর আগেও বিভিন্ন সময় বলেছেন প্রতিশোধে তিনি বিশ্বাসী নন। ফলে প্রতিপক্ষ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়েই আজ মোহামেডানের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নামছে তাঁর দল। ‘প্রতিপক্ষ সম্পর্কে সম্ভাব্য সব রকম তথ্য খেলোয়াড়দের দেওয়া হয়েছে, যা মাঠে কাজে লাগবে।
ওদের খেলার ভিডিও নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি। ওদের আক্রমণ সামলে কী করে আমরা আক্রমণ তৈরি করব, সেগুলো নিয়ে মাঠে কাজ হয়েছে’, বলেছেন ব্রুজোন। মোহামেডানের শক্তিমত্তা নিয়ে তাঁর স্পষ্ট ধারণা, ‘ওরা যথেষ্ট ফিট একটা দল। মাঠে একনাগাড়ে পারফরম করছে ম্যাচের পর ম্যাচ। খুব বেশি গোল হজম করেনি।
প্রতি-আক্রমণে ভয়ংকর এবং সেট পিসেও যথেষ্ট কার্যকর।’ তবে এই ম্যাচ জিততে নিজেদের সেরাটা দেওয়াটাকেই অগ্রাধিকারে রেখেছেন কিংস কোচ, ‘শিরোপা জয় নিয়ে যত কথা হচ্ছে তা মূলত আমাদের পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে। দ্বিতীয় লেগে আমরা যথেষ্ট ভালো করেছি। টানা সব ম্যাচ জিতেছি। খেলোয়াড়দের মধ্যে দলকে আরো শিরোপা জেতানোর প্রত্যয় স্পষ্ট।’
মোহামেডানের কোচ আলফাজ আহমেদ কিংসকে সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরেই আজ মাঠে নামছেন। তাদের লক্ষ্য নিয়ে বলেছেন, ‘চ্যাম্পিয়ন একটা দলকে হারাতে চাই আমরা। এতেই বোঝা যাবে আমরা কত ভালো। আর লিগটা আমরা যতটা ভালোভাবে সম্ভব শেষ করতে চাই। দ্বিতীয় স্থানেরও একটা লড়াই হবে। এই অবস্থানটা আমরা হারাতে চাই না।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: