সিডনী রবিবার, ১৬ই জুন ২০২৪, ২রা আষাঢ় ১৪৩১


অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপে যাচ্ছেন জুনিয়র ম্যাক্সওয়েলও


প্রকাশিত:
২২ মে ২০২৪ ১৮:০৪

আপডেট:
১৬ জুন ২০২৪ ১৩:২২



অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই আলোচনায় তরুণ জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। অস্ট্রেলিয়ার ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পাননি এই ওপেনার। ২২ বছর বয়সী এই আগ্রাসী ব্যাটসম্যান বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে ডেভিড ওয়ার্নারদের সফরসঙ্গী হয়ে বিশ্বকাপে যাচ্ছেন জুনিয়র ম্যাক্সওয়েলখ্যাত ম্যাগার্ক।

গত অক্টোবরে অস্ট্রেলিয়ার ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট মার্শ কাপে ২৯ বলে সেঞ্চুরি করা ম্যাগার্ক আইপিএল অভিষেকেই নিজের শক্তির জানান দিয়েছেন। আইপিএলে শুরুর দিকে সুযোগ না পেলেও মাঝপথে দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পান ম্যাগার্ক। ৯ ইনিংসে চার হাফ সেঞ্চুরিতে ২৩৪.০৪ স্ট্রাইক রেটে ৩৩০ রান করেছেন এই তরুণ। এমন পারফরম্যান্সের পরও বিশ্বকাপ দলে তাঁর জায়গা না পাওয়া আলোচনার জন্ম দেয়।

অবশেষে বিশ্বকাপে যাচ্ছেন ম্যাগার্ক। অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে জায়গা না পেলেও বিশ্বকাপ দলের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ডাক পেয়েছেন ফ্রেজার ম্যাগার্ক। ২২ বছর বয়সী এই তরুণের সঙ্গে ম্যাথু শর্টও যাচ্ছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘ম্যাট ও জ্যাক অস্ট্রেলিয়ার হয়ে গত গ্রীষ্মে নিজ নিজ পারফরম্যান্স দিয়ে প্রাথমিক দলে তাদের বিবেচনা করতে অনেকটাই বাধ্য করেছে। দুজন খেলোয়াড়েরই দারুণ প্রতিভা আছে, প্রয়োজন হলে যা দলের সঙ্গে যুক্ত করা যাবে। যদি দরকার না হয়, তাহলে ওরা যে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবে তা আন্তর্জাতিক অঙ্গনে তাদের নিজস্ব উন্নতিতে কাজে আসবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল:

মিচেল মার্শ(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও নাথান এলিস।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top