সিডনী রবিবার, ২৩শে জুন ২০২৪, ৯ই আষাঢ় ১৪৩১


মাহমুদউল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হাথুরু


প্রকাশিত:
১০ জুন ২০২৪ ১৬:৫৩

আপডেট:
২৩ জুন ২০২৪ ০৮:৪৫

 

জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে টাইগাররা। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে জয় পাইয়ে দেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তাই অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রশংসা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ প্রসঙ্গে হাথুরু বলেন, ‘সে (রিয়াদ) ভালোভাবে ফিনিশ করতে পারে, এজন্যই সে সেখানে ব্যাট করছে। তার অনেক অভিজ্ঞতা রয়েছে। চাপের মধ্যে আমাদের দলের সবচেয়ে ঠাণ্ডা মাথার মানুষদের মধ্যে সে একজন। রিয়াদ জানে তার কাজটা কী।’


বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
তিনি আরও বলেন, ‘আমি খুবই আনন্দিত। কারণ ইনিংসের মাঝখানে আমি তাকে বলেছিলাম, তার কাছে একটা জিনিসই চাই যেন সে শেষ অবধি ব্যাটিং করে। এরপর যা হওয়ার হোক, সে সেটা করেছে। আর এটা প্রথমবার না যখন সে এমন করলো। রিয়াদ বড় ম্যাচের পারফর্মার। বেশির ভাগ বিশ্বকাপেই আমাদের জন্য ভালো কিছু করেছে।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top