সিডনী রবিবার, ২৩শে জুন ২০২৪, ৯ই আষাঢ় ১৪৩১


অধিনায়ক কোটায় খেলছেন শান্ত!


প্রকাশিত:
১৪ জুন ২০২৪ ১৭:০১

আপডেট:
২৩ জুন ২০২৪ ০৮:৩৩

 

টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম একটা জায়গা দখল করেছে ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। সেখানে পুরোধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। সেই ওয়ার্নারও এক সময়ে ভুলে যাওয়ার মতো সময় কাটিয়েছেন আইপিএলে।

২০২১ সালে রান খরা নয়, স্ট্রাইক রেটের কারণে দল থেকে বাদ পড়েছিলেন। কেবল অধিনায়কত্ব নয়, একাদশ থেকেও তাকে বাদ দেওয়া হয়েছিল। প্রসঙ্গটি নাজমুল হোসেন শান্তর জন্য টানা হয়েছে। বাংলাদেশের অধিনায়ক হওয়ার পরে শান্ত যেন রান করতেই ভুলে গেছেন।



ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫৩ ও ওয়ানডের এক ইনিংসে করেছিলেন ১২২ রান। এরপরে হাসেনি আর শান্তর ব্যাট। নিজের নামের মতোই যেন তার ব্যাট শান্ত হয়ে গেছে! চলতি বিশ্বকাপে তিন ম্যাচ মিলিয়ে শান্তর রান ২২। শ্রীলঙ্কার বিপক্ষে ৭. দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ ও গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ১ রান করে সাজঘরে ফিরেছেন।


দলের জন্য ব্যাট হাতে শান্ত বরাবরই শান্ত থাকছেন। এর আগের টি-টোয়েন্টি ম্যাচগুলোতেও জ্বলে উঠতে পারেননি। অধিনায়ক হওয়ার পরে ২০ বার ব্যাট হাতে নেমে ৪১১ রান করেছেন। গড় ২২.৮৩, স্ট্রাইক রেট ৮৫.২৬। কেবল টি-টোয়েন্টিতে সেটি ৯৪.৭৩। এই পরিসংখ্যান কেবল অংকের হিসাব। মোদ্দাকথা হলো শান্তর ব্যাটে ভর করে বাংলাদেশ আর স্বপ্ন দেখছে না। বারবার স্বপ্নভঙ্গ হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top