সিডনী রবিবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৪, ১৩ই আশ্বিন ১৪৩১


সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের উদ্দেশে বাংলাদেশ দল


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৪ ১৩:০১

আপডেট:
২৯ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৬


নেপালে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। মিশনে বাংলাদেশ দলে আছেন ২৩ ফুটবলার। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ফুটবলার, কোচিং স্টাফ ও বাফুফে কর্মকর্তা মিলিয়ে মোট ৩০ জনকে সাথে নিয়ে ঢাকা ছাড়ে ফ্লাইটটি। আসরে স্বাগতিক নেপালসহ অংশ নেবে মোট ছয়টি দল।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও শ্রীলঙ্কা। অপরদিকে ‘বি’ গ্রুপে লড়বে ভারত, ভুটান ও মালদ্বীপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে সবগুলো ম্যাচই বিকেল চারটায় দশরথ স্টেডিয়ামে গড়াবে। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২০ আগস্ট। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচটি খেলবে ২২ আগস্ট নেপালের বিপক্ষে। উল্লেখ্য, ২৫ ও ২৬ আগস্ট সেমিফাইনাল এবং ২৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top