লিভারপুলের বড় ব্যবধানে জয়
প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৫
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২০:৪৬

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পাত্তা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাসিকোয় রোববার লিভারপুল তাদের ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে।
ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে অল রেডসরা। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরের গোলটি আসে দ্বিতীয়ার্ধে।
ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোল করেন লুইজ দিয়াজ। হেড থেকে করা তার গোলটির কারিগর মোহামেদ সালাহ। ৪২ মিনিটে ব্যবধান ২-০ করেন কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াজ। তার ওই গোলও করান সালাহ।
এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে সালাহ দলকে তৃতীয় লিড এনে দেন। তাকে গোল করান মিডফিল্ডার সজোবজলাই। এ নিয়ে লিগে তিন ম্যাচেই জয় পেয়েছে লিভারপুল। ম্যানইউ তিন ম্যাচে জিতেছে মাত্র একটি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: