নতুন কীর্তি গড়ে ফের মেসিকে পেছনে ফেললেন রোনালদো
প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৫ ১৭:০৩
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১০:১৩

বয়স ৩৮ পেরিয়েও ক্রিশ্চিয়ানো রোনালদো যেন থামতে জানেন না। আল নাসরের হয়ে সম্প্রতি আল-খালিজের বিপক্ষে জোড়া গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। একই সঙ্গে ভেঙেছেন একাধিক রেকর্ড, এমনকি দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও পেছনে ফেলেছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ৯২ ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে রোনালদোর অবদান দাঁড়িয়েছে ১০০-তে। শুধু তাই নয়, ক্যারিয়ারে সর্বোচ্চ ৮৩০টি জয় নিয়ে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটিও এখন রোনালদোর। এছাড়া ৩০ বছরের পর সবচেয়ে বেশি গোল করার তালিকায়ও শীর্ষে রয়েছেন তিনি, যেখানে তাঁর নামের পাশে ৪৫৬ গোল।
আরও চমকপ্রদ বিষয় হলো, রোনালদো এমন এক কীর্তি গড়েছেন যা মেসি করতে পেরেছেন শুধুমাত্র বার্সেলোনার জার্সিতে। ৭০-এর বেশি ম্যাচ খেলা প্রতিটি ক্লাবেই রোনালদো ১০০ বা তার বেশি গোল অবদান রেখেছেন।
তবে ব্যক্তিগত রেকর্ড এখন আর রোনালদোর প্রধান লক্ষ্য নয় বলে জানিয়েছেন তিনি। তার কথায়, 'আমি সেরা কিনা, তা এখন আর গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল নাসর এবং আমার সতীর্থদের সাহায্য করা এবং উপভোগ করা।'
তবুও, সামনে আরও এক ঐতিহাসিক ব্যক্তিগত লক্ষ্য ঠিক করে রেখেছেন রোনালদো—ক্যারিয়ারে ১,০০০ গোল। বর্তমানে ৮৬৭ গোলের মালিক রোনালদো বিশ্বাস করেন, যদি কোনো ইনজুরি না হয়, তবে ৪১ বছর বয়সে পৌঁছানোর আগেই এই অসাধারণ মাইলফলক স্পর্শ করবেন। তাঁর কথা, 'ইনজুরি এড়িয়ে যেতে পারলে আমার চ্যালেঞ্জ হলো ১,০০০ গোল করা।'
বয়স যেন তার কাছে শুধুই একটা সংখ্যা। আর এভাবেই রোনালদো প্রতিদিন প্রমাণ করে চলেছেন কেন তিনি ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: