নারী ফুটবলারদের দাবি পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি গঠন বাফুফের


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৯:২২

সংগৃহীত ছবি

হুট করেই উত্তপ্ত দেশের ফুটবলাঙ্গন। ইংলিশ কোচ পিটার বাটলারকে কোচ হিসেবে বহাল রাখার সিদ্ধান্তে বিদ্রোহ করে বসেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। বিসিবি সিদ্ধান্তে অটল থাকলে একযোগে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন দুইবারের সাফজয়ী নারীরা।

মাত্র ৩ মাস আগে দেশকে টানা দ্বিতীয়বার সাফ জয়ের আনন্দে ভাসিয়েছে যেই মেয়েরা, তারাই এখন কাঁদছেন গণমাধ্যমের সামনে এসে। নিশ্চিতভাবেই দেশের ফুটবলের অন্যতম সংকটময় মুহূর্ত এটি। ফুটবলারদের দাবি, কোচ বাটলারকে সরাতে হবে। এই দাবির পেছনে যৌক্তিক ব্যাখ্যাও দিয়েছেন তারা। কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর নাকি বিভিন্ন সময় ফুটবলারদের নাকি মানসিক হয়রানি ও উৎপীড়ন করেছেন এই কোচ।  

নিজেদের দাবির কথা বলতে গিয়ে পিটার বাটলারের মানসিক হয়রানির উদাহরণ দিয়েছেন অনেকেই। দুইবারের সাফ সেরা গোলরক্ষক রূপনা চাকমাকে উচ্চতার জন্য কটাক্ষ করা, মেয়েদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ, টুপি পরে খেতে বসায় দল থেকে বাদ দেওয়াসহ বেশ কিছু অভিযোগ এ সময় সামনে আনেন মাসুরা-ঋতুপর্ণারা। নিজেদের প্রতি হওয়া এসব অন্যায় ও অপমানের কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। ভেঙে পড়েছেন কান্নায়।

কোচ পিটার বাটলারের সঙ্গে মেয়েদের দ্বন্দ্বের খবর অবশ্য নতুন নয়। গত অক্টোবরে গত বছরের অক্টোবরে বাংলাদেশ দলের সাফ চ্যাম্পিয়নশিপ অভিযানের সময়ই এ নিয়ে আলোড়ন উঠেছিল। তবে কোচকে নিয়ে মেয়েদের বিদ্রোহ চূড়ান্ত রূপ পেয়েছে এ সপ্তাহে। গত সোমবার বাটলার ঢাকায় ফিরে মঙ্গলবার টিম মিটিং ডাকলে মেয়েরা তাতে অংশ নেননি। 

এরপর বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাটলার জিম সেশন আয়োজন করলে তাতে বাফুফে ক্যাম্পে থাকা ৩০ খেলোয়াড়ের মধ্যে মাত্র ১২ জন অংশ নেন। সন্ধ্যার পর বাকি ১৮ জন ভবনের নিচে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি লিখিত বক্তব্য দেন।

এর আগে গত বুধবার (২৯ জানুয়ারি) বাফুফে সভাপতি বরাবর একটি চিঠিও দিয়েছিলেন সাবিনারা। সেই চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার বাফুফে ইমার্জেন্সি কমিটির একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।  

সভা শেষে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত না জানালেও চিঠিতে মেয়েদের যেসব দাবিদাওয়া আছে সেগুলোর যৌক্তিকতা পর্যালোচনার জন্য ৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাফুফে। কমিটির সভাপতিত্ব করবন বাফুফের সিনিয়র সহসভাপতি মো. ইমরুল হাসান। ডেপুটি চেয়ারম্যান হিসেবে থাকবেন ফাহাদ করিম। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন মো. ছাইদ হাছান কানন, সাখাওয়াত হোসেন ভুঁঞা, মো. হুমায়ুন খালিদ, মোহাম্মদ আতিকুর রহমান, কাজী নুসরাত এদিব লুনা। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top