রোজা রেখেই মাঠে নামেন হাশিম আমলা
প্রকাশিত:
২৮ মে ২০১৯ ০৬:৪২
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯

ইসলামের পাঁচটি মূল ভিত্তির অন্যতম একটি রোজা। ইসলামের বিধানে প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য রোজা রাখা ফরজ। আর সে কারণে রোজা রেখেই মাঠে নামেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলা। এরইমধ্যে রোজা রেখে শ্রীলঙ্কা ও উইন্ডিজের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন এই প্রোটিায়া ওপেনার।
হাশিম আমলা জানিয়েছেন, রোজা রাখার কারণেই তিনি ভালো খেলছেন। রোজা রাখার কারণে কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সহজ হচ্ছে তার। দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে কোন সমস্যা হচ্ছে না তার।
এবারের বিশ্বকাপের বেশ কয়েকটি মাস রোজার মধ্যে হবে। এই সময়ে অনেক মুসলিম ক্রিকেটাররাই রোজা রেখে ম্যাচ খেলে থাকেন। রোজা রেখে ম্যাচ খেলার বিষয়টি নতুন নয়। এর আগেও অনেক ক্রিকেটার রোজা রেখে খেলেছেন। বিশ্বকাপের মূল লড়াই এখনো শুরু হয়নি। তবে বিশ্বকাপকে প্রাধান্য দিয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্রিকেটাররা।
এবার রোজা রেখে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন আমলা। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে তার ফর্ম মোটেও ভালো যায়নি। স্কোয়াডে সুযোগ মিলবে কিনা সেটি নিয়েও ছিল সংশয়। তবে দুইটি প্রস্তুতি ম্যাচ, শ্রীলঙ্কা ও উইন্ডিজের বিপক্ষে ৬৫ ও অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেছেন আমলা। এই প্রোটিয়া ওপেনার বলেন রোজা তার পারফরম্যান্স ভালো করতে আরও সহায়তা করে।
দক্ষিণ আফ্রিকার এই ওপেনার ক্রিকেটের একটি ওয়েবসাইটে জানাচ্ছিলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমাকে রোজা রাখাটা সাহায্য করছে। কোন সমস্যাই হচ্ছে না আমার। দেখুন, রমজান মাসের অপেক্ষায় থাকি আমি। আমার দৃষ্টিতে এটি বছরের সেরা মাস। আর রোজা রাখাটা ভালো একটা মানসিক ব্যায়াম। এটি একই সঙ্গে আত্মার শান্তি এনে দেয়।’
অবশ্য এভাবে রোজা রেখে মাঠে নামাটা হাশিম আমলার জন্য নতুন নয়। ২০১২ সালে রমজান মাসে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন এই প্রোটিয়া ক্রিকেটার। তখন দিনভর ব্যাট করে ওভাল টেস্টে করেন ৩১১ রান। যা কীনা দক্ষিণ আফ্রিকার পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।’
এবারের বিশ্বকাপেও ব্যাট হাতে ঝড় তুলতে চান ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। জানিয়ে রেখেছেন প্রস্তুতির কোন ঘাটতিই নেই তার! ওয়ানডে ক্রিকেটে এরইমধ্যে ১৭৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৭৯১০ রান। শতরান রয়েছে ২৭টি।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশন শুরু হবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রস্তুতি ম্যাচেই আগাম জানান দিয়েছেন মূল লড়াইয়ে রান করতে প্রস্তুত আমলা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: