আফগানদের সহজেই হারাল অস্ট্রেলিয়া


প্রকাশিত:
২ জুন ২০১৯ ১৭:২১

আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ০১:২৮

আফগানদের সহজেই হারাল অস্ট্রেলিয়া

নিজেদের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এদিন প্রথমে ব্যাট করে ৩৮.২ ওভারে ২০৭ রান করে অল আউট হয় আফগানিস্তান। জবাবে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভর দিয়ে ৩৪.৫ ওভারের ১০৯ রান করে ৭ উইকেটের জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।



আফগানদের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৯৬ রান তুলে ফেলেন ফিঞ্চ ও ওয়ার্নার। ব্যক্তিগত ৬৬ রানে ফিঞ্চ আউট হয়ে গেলে এই জুটি ভাঙে। ৪টি ছক্কা ও ৬টি চারে সাজিয়ে ৪৯ বলে এই রান করেন অজি অধিনায়ক। এরপর উসমান খাজাকে এলবিডাব্লুর ফাঁদে ফেলে (১৫) বিদায় করেন রশিদ খান। অস্ট্রেলিয়ার দলীয় রান তখন ১৫৬।



এরপর নিজের সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে নিয়ে জয়ের দিকে এগুতে থাকেন ওয়ার্নার। কিন্তু জয় থেকে ৩ রান দূরে থাকতেই আউট হয়ে যান স্মিথ (১৮)। তবে পরের বলে গ্লেন ম্যাক্সওয়েল এসে চার মেরে জয়ের বাকি কাজটা সেরে নেন। ১১৪ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন ওয়ার্নার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top