সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


কোপা আমেরিকার সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা


প্রকাশিত:
২৯ জুন ২০১৯ ১৬:২৮

আপডেট:
২০ মে ২০২৪ ১৬:৪০

কোপা আমেরিকার সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা

ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকেই যাদের বাদ পড়ার শঙ্কা জেগেছিল, সেই তাদের সামনেই এখন বড় স্বপ্ন দেখার সুযোগ।



শুক্রবার মারাকানায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালনির শিষ্যরা। দুই অর্ধে এসেছে একটি করে গোল। লাউতারো মার্টিনেজ প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করেন জিওভানি লো সেলসো।



এই জয়ে সেমিফাইনালে ব্রাজিলের সঙ্গী হলো আর্জিন্টিনা। বাংলাদেশ সময় একই দিন সকালে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। আগামী ৩ জুলাই মিনেইরোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে মেসিরা। কোপা আমেরিকায় এক যুগ পর এই দুই দলের মুখোমুখি লড়াই দেখবে ভক্তরা।  



ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে ছিল ভেনেজুয়েলা। তবে সুযোগ তৈরির দিক থেকে আর্জেন্টিনা শুরু থেকেই ছিল ধারালো। জোড়া সুযোগ হাত ছাড়ার পর ১০ মিনিটেই এগিয়ে যায় দলটি। সার্জিও আগুয়েরোর এসিস্ট থেকে গোল করেন মার্টিনেজ। কাতারের বিপক্ষেও যার পায়ে গোল পেয়েছিল আর্জেন্টিনা।



এরপরও বেশ কিছু আক্রমণ তৈরি করলেও গোল পাচ্ছিল না মেসি, আগুয়েরো, ডি মারিয়ারা। মাত্র এক গোলে এগিয়ে থাকায় সমর্থকদের মনের অনিশ্চয়তাও দূর হচ্ছিল না। যে কোনো সময়েই যে সমতায় ফিরতে পারে প্রতিপক্ষ।



এই শঙ্কার মাঝেই ৭৪ মিনিটে এলো দ্বিতীয় গোল। প্রতিপক্ষের গোলরক্ষকের উপহারই বলা যেতে পারে যে গোলটি। ভেনেজুয়েলা গোলরক্ষকের ভুলের সুযোগ হাতছাড়া করেননি লো সেলসো। আর্জেন্টিনাও মাঠ ছেড়েছে জয়ের আনন্দে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top