জাতীয় দলের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো লাল কার্ড দেখলেন মেসি


প্রকাশিত:
৭ জুলাই ২০১৯ ১৭:৫৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯

জাতীয় দলের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো লাল কার্ড দেখলেন মেসি

শনিবার রাতে সাও পাওলোয় চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।



প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসি লাল কার্ড দেখেন প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান কমায় চিলি। সর্বশেষ দুই আসরের ফাইনালে চিলির বিপক্ষেই হেরেছিল আর্জেন্টিনা।



আন্তর্জাতিক ফুটবলের অভিষেকেই লাল কার্ড দেখেছিলেন মেসি। ১৪ বছর  পর ফের তাকে সেই তেতো স্বাদ পেতে হলো।



ম্যাচের ৩৭ মিনিটের ঘটনা। চিলির ডিফেন্ডার গারি মাদেল ও মেসির মধ্যে বল দখলের লড়াইয়ের সময় সংঘর্ষ বাধে। বল গোল লাইন পেরিয়ে যাওয়ার মুহূর্তে মাদেলকে পেছন থেকে ধাক্কা দিয়েছিলেন মেসি। এরপরই তার ওপর চড়াও হন মাদেল। রেফারি শুরুতে মেসিকে লাল কার্ড দেখান। পরে ভিএআর-এর সাহায্য নিয়ে মাদেলকেও লাল কার্ড দেখান।



ভিডিও তে যা দেখা গেছে তাতে, মেসির ওপর বেশ আক্রমণাত্মক হয়ে ওঠেছিলেন মাদেল। মেসি ছিলেন অনেকটাই নির্বিকার। এ সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে উত্তেজনা।



এর আগেই অবশ্য আর্জেন্টিনা ২-০ গোলের লিড পেয়ে গিয়েছিল। ১২ মিনিটে মেসির এসিস্ট থেকেই গোল করেন সার্জিও আগুয়েরো। ১০ মিনিটের ব্যবধানে লিড দ্বিগুন করেন পাওলো দিবালা। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে চিলির পক্ষে ব্যবধান কমান আর্তুরো ভিদাল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top