রেকর্ড খরচে লিল থেকে নিকোলাস পেপেকে নিয়ে এলো আর্সেনাল


প্রকাশিত:
৩ আগস্ট ২০১৯ ০১:৩৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯

রেকর্ড খরচে লিল থেকে নিকোলাস পেপেকে নিয়ে এলো  আর্সেনাল

ফ্রান্সের লিল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে যোগ দিয়েছেন নিকোলাস পেপে। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে আর্সেনালের পাঁচ বছরের চুক্তি হয়েছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে নিকোলাস পেপে  দামি খেলোয়াড়দের তালিকায় চতুর্থ স্থানে আসলেন। 



ব্রিটিশ গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পেপেকে নিতে খরচ হয়েছে প্রায় ৭ কোটি ২০ লাখ পাউন্ড। যা বরুসিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকারপিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের ট্রান্সফার ফি-কে ছাড়িয়ে গিয়েছে। গত বছর পিয়েরে-এমেরিক  আউবামেয়াংয়ের ট্রান্সফার ফি ছিল  ৫ কোটি ৬০ লাখ পাউন্ড।



নিকোলাস পেপেকে দলে আনার খরচ আর্সেনাল ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়লেও এ ব্যাপারে ক্লাবটি থেকে কোনো তথ্য জানা যায়নি।  



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top