আবারও সেঞ্চুরি স্মিথের, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় অ্যাশেজ টেস্ট
প্রকাশিত:
৫ আগস্ট ২০১৯ ২২:৫৯
আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ০৬:৩৮

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: একেই বলে অস্ট্রেলিয়া। যে কোনো খারাপ পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর দারুণ ক্ষমতা রাখে তারা। শুধু তাই নয়, সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ এক বছর নিষেধাজ্ঞার কবলে থাকলেও যে তার ব্যাটের ধার কমেনি, তা ঠিকই বোঝা যাচ্ছে। প্রথম ইনিংসের পর সেঞ্চুরি করলেন দ্বিতীয় ইনিংসেও। সঙ্গে ম্যাথ্যু ওয়েডও সেঞ্চুরি করলেন।
স্টিভেন স্মিথের দারুণ কীর্তির পর ম্যাথু ওয়েডের সেঞ্চুরিতে অ্যাশেজের চতুর্থ দিন হয়ে থাকলো অস্ট্রেলিয়ার। বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দিয়েছে তারা। চ্যালেঞ্জিং লক্ষ্যে নেমে স্বাগতিকরা ৭ ওভার খেলে কোনও উইকেট না হারিয়ে ১৩ রানে দিন শেষ করেছে।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল অসিরা। ক্যামেরন বেনক্রফট ৭ এবং ডেভিড ওয়ার্নার আউট হন ৮ রান করে। এরপর উসমান খাজা এবং স্টিভেন স্মিথ মিলে গড়েন ৪৮ রানের জুটি। এরপর স্টিভেন স্মিথ দাঁড়িয়ে যান ইংলিশ বোলারদের সামনে। স্মিথ আর ট্রভিস হেড মিলে গড়েন ১৩০ রানের জুটি।
১১৬ বলে ৫১ রান করে আউট হয়ে গেলে স্মিথ আর ম্যাথ্যু ওয়েড মিলে জুটি গড়েন। এ দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১২৬ রানের জুটি। এরই ফাঁকে ২৫তম সেঞ্চুরি করে ফেলেন স্মিথ। প্রথম ইনিংসে ১৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে আউট হন তিনি।
শেষ দিন ম্যাচ বাঁচাতে হলে ৯০ ওভার টিকে থাকতে হবে ইংল্যান্ডকে, আর জিততে দরকার ৩৮৫ রান। অস্ট্রেলিয়ার হিসাবও সহজ, জয়ের জন্য তাদের চাই ১০ উইকেট। তাই জিততে হলে পঞ্চম ও শেষদিনে ইংল্যান্ডকে করতে হবে আরও ৩৮৫ রান, আপাতদৃষ্টিতে যেটাকে অসম্ভব বলেই মনে হচ্ছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: