স্মিথ নৈপুন্যে ১৮ বছর পর বার্মিংহামে অস্ট্রেলিয়ার জয়
প্রকাশিত:
৬ আগস্ট ২০১৯ ২২:২১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ সিরিজের অ্যাশেজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের ব্যাক টু ব্যাক সেঞ্চুরির ম্যাচে ইংলিশদের ২৫১ রানে হারিয়ে ১-০ তে লিড নিয়েছে অজিরা। বার্মিংহামের এজবাস্টনে ১৮ বছর পর সাদা পোশাকে জয় তুলে নিল অস্ট্রেলিয়া।
টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ হয়তো একেই বলে! যেখানে সকালের সূর্য সবসময় আপনাকে সারাদিনের বার্তা দেবে না। যেমনটা দেয়নি ইংল্যান্ড ক্রিকেট দলকেও। বার্মিংহামে ঘরের মাঠের অ্যাশেজ সিরিজের শুরুটা দুর্দান্ত করেও শেষতক ফলটা নিজেদের পক্ষে রাখতে পারেনি স্বাগতিক ইংল্যান্ড।
পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসেও ইংলিশদের বাধা হয়ে দাঁড়ান স্মিথ। ওপেনার ক্যামেরুন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নাররা ব্যর্থ হলেও তিন নম্বরে নামা উসমান খাজা ৪০ রান করেন। স্মিথ ক্যারিয়ারের ২৫তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। পাকিস্তানের সাবেক দলপতি ইনজামাম, ভারতের বর্তমান দলপতি বিরাট কোহলির পাশে বসেন টেস্টের ২৫তম সেঞ্চুরিতে। অ্যাশেজের দশম সেঞ্চুরিতে সাবেক দলপতি স্টিভ ওয়াহর পাশেও বসেন তিনি। ২০৭ বলে ১৪টি চারের সাহায্যে করেন ১৪২ রান।
ম্যাচের প্রথম ইনিংসে অসহায় অবস্থায় ছিলো অস্ট্রেলিয়া, সুবিধাজনক লিড নিয়েছিল ইংল্যান্ড। অথচ দ্বিতীয় ইনিংসেই বদলে গেল ম্যাচের চিত্রনাট্য। স্টিভেন স্মিথের অসাধারণ ব্যাটিং নৈপুণ্য এবং নাথান লিয়নের স্পিন বিষের নীল হয়ে ২৫১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ইংল্যান্ড।
সোমবার ম্যাচের পঞ্চম তথা শেষদিন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিলো ৩৮৫ রান, হাতে ছিল ১০ উইকেট। শেষদিনের উইকেটে ৩৮৫ রান পাহাড়সম লক্ষ্য, তাই ড্রয়ের দিকে এগুনোই ছিলো ইংল্যান্ডের প্রাথমিক পরিকল্পনা। কিন্তু তা কাজে লাগেনি। লিয়নের স্পিনে কুপোকাত হয়ে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস।
ইংল্যান্ডের মাটিতে হওয়া সবশেষ অ্যাশেজ সিরিজটি ২-৩ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। তবে তারা ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে জিতেছিল ওভালের মাঠের শেষ ম্যাচটি। সে ধারাবাহিকতা বজায় রেখে প্রায় ১৮ বছর পর বার্মিংহামে জয়ের দেখা পেলো সফরকারীরা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: