কলকাতার প্রধান কোচের দায়িত্ব পেলেন ম্যাককালাম
প্রকাশিত:
১৬ আগস্ট ২০১৯ ০৭:০৩
আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ০৬:৩৬

প্রভাত ফেরী ডেস্ক: আইপিএল এর কলকাতা নাইট রাইর্ডাস ম্যাককালামকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে দলটির প্রধান কোচ হিসেবে দায়িতত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস।
সম্প্রতি ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ম্যাককালাম। ক্রিকেট থেকে অবসরের পরই আইপিএলের প্রধান কোচের দায়িত্ব পেলেন কিউই এ সাবেক তারকা ব্যাটসম্যান।
সিপিএলে (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) ত্রিনবাগো নাইট রাইডার্সের কোচ হিসেবে নিয়োগ দেয়ার পর তাকে এবার আইপিএলে কেকেআরের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ।
ত্রিনবাগো নাইট রাইডার্স এবং কলকাতা নাইট রাইডার্স একই গ্রুপ এবং একই মালিকের দল। সে কারণে দুই দলেরই কোচ হিসেবে একজনকেই নিয়োগ দিল কর্তৃপক্ষ।
দায়িত্ব পেয়ে ব্রেন্ডন ম্যাককালাম বলেন, এ ধরনের দায়িত্ব নিতে পারাটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি সিপিএল এবং আইপিএলেও নিজেদের অন্যতম সেরা দল হিসেবে প্রমাণ করেছে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তারা দারুণ একটা মানদণ্ড প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।আমার সঙ্গে অসাধারণ একটি সাপোর্ট স্টাফ টিম রয়েছে। তারা আমার সঙ্গে দারুণ একটি সাফল্যের সূচনা করতে মুখিয়ে রয়েছে।
কেকেআরের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বলেন, ব্রেন্ডন ম্যাককালাম হচ্ছেন দীর্ঘদিন ধরে নাইট রাইডার্স পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ। নেতৃত্বের যোগ্যতা, সততা, ইতিবাচকতা এবং আক্রমণাত্মক মানসিকতার সমন্বই তাকে অন্য যে কারো চেয়ে অনেকদুর এগিয়ে রেখেছিল।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: