সিরিজ জয়ের লক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা
প্রকাশিত:
২২ আগস্ট ২০১৯ ০৯:১০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: অফস্পিনার দিলরুয়ান পেরেরাদারুণরকে নিয়ে সিরিজ জয়ের লক্ষে আজ মাঠে নামছে শ্রীলংকা। জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল শ্রীলঙ্কা। গল টেস্ট জেতার পর সিরিজ নিশ্চিত করতে স্বাগতিকরা আজ কলম্বোয় নামছে দ্বিতীয় ও শেষ টেস্টে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে তাই বাড়তি স্পিনার দিলরুয়ান পেরেরাকে যোগ করেছে লঙ্কানরা।
চোটের কারণে গল টেস্টে খেলা হয়নি তার। ফিটনেস পরীক্ষায় উতরে এই স্পিনারের দলে ফেরা শ্রীলঙ্কার বোলিং লাইনআপে নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। তাছাড়া আকিলা ধনাঞ্জয়ার বোলিং অ্যাকশন আবার প্রশ্নবিদ্ধ হওয়ায় কলম্বো টেস্টে তার খেলা নিয়েও জন্মেছে সংশয়। এই পরিস্থিতিতে দিলরুয়ানের ফেরাটা শ্রীলঙ্কার জন্য স্বস্তির খবরই।
গত বছর দেশের বাইরের সিরিজগুলো খুব বাজে কেটেছিল ৩৭ বছর বয়সী স্পিনারের। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে খেলা চার টেস্টে ১৬৫ ওভার বল করে পেয়েছিলেন মাত্র ৬ উইকেট। লাল বলের ক্রিকেটে তার শেষ ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ক্যানবেরার ওই খেলায় উইকেটশূন্য ছিলেন দিলরুয়ান।
উত্তেজনা ছড়ানো গল টেস্টে নিজেদের শক্তি দেখিয়েছে শ্রীলঙ্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই নামের পাশে যোগ করেছে তারা ৬০ পয়েন্ট। কিউইদের দেওয়া ২৬৮ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে টপকে পেয়েছে ৬ উইকেটের জয়। কলম্বো টেস্ট ড্র করতে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।
কলম্বো টেস্টে শ্রীলঙ্কা দল: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, আকিলা ধনাঞ্জয়া, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, লাসিথ এম্বুলদেনিয়া, ওশাডা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা, সুরঙ্গা লাকমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, লাকশান সান্দাকান, লাহিরু থিরিমানে, দিলরুয়ান পেরেরা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: